‘ভাইপো চোর!” স্লোগান শুনেই তেড়ে গেলেন অভিষেক, ভিডিও টুইট করে তুমুল খোঁচা সজলের

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গের দুয়ারে পঞ্চায়েত নির্বাচন! ৫০ দিন হল পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে নবজোয়ার কর্মসূচীতে বেড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাজ্য জুড়ে করছেন জনসংযোগ। আর গতকাল সেই কর্মসূচীতেই ঘোর বিপত্তিতে অভিষেক। রাস্তার দুধারে এদিক ওদিকে বিক্ষিপ্তভাবে কিছু লোকজন। চলছে পুলিশি টহলদারি। হঠাৎই আচমকা ভেসে আসল ভাইপো চোর, ভাইপো চোর স্লোগান।

কোনও কথা নেই। থেমে যায় নেতার কনভয়। গাড়ি থেকে নেমে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। এরপরই সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে মূল রাস্তা থেকে গলির ভেতর ঢুকে যান তিনি। পুলিশ ছোটেন তার পেছনে। তবে সব ধীরস্থির। আশেপাশের লোকজনের মধ্যে কোথাও কোনও চাঞ্চল্য নেই।

এরপর গলি থেকে বেরিয়ে পুলিশকে কিছু বলেন অভিষেক। হাত জোড় করে নমস্কার করেন। এরপর নেতার গাড়ি কিছুক্ষণ দাঁড়িয়েছিল ওই রাস্তায়। ফের পুলিশের সাথে কথা বলেন অভিষেক। এরপর বেরিয়ে যায় নেতার কনভয়। এই গোটা ঘটনার ভিডিওটি পোস্ট করেছেন বিজেপির কাউন্সিলর সজল ঘোষ।

ফেসবুকে ভিডিও পোস্ট করে বিজেপি নেতা সজল ঘোষ লিখেছেন, ‘একটা লোক অলটাইম চোর চোর শুনলে তো একটু রাগবেই, তাও এত পুলিশের মাঝে” যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট। ফেসবুকে ভিডিও পোস্ট করে তৃণমূল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুমুল খোঁচা দিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। প্রসঙ্গত, এই প্রথম নয়, সম্প্রতি এই ঘটনা ঘটেছে একাধিকবার। চলতি সপ্তাহেই ঠাকুরনগরে এসেছিলেন অভিষেক। সেই সময় নেতা ঠাকুরবাড়ি ছাড়ার পরও উঠেছিল চোর চোর স্লোগান।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর