বাংলা হান্ট ডেস্ক : অব্যাহত মণিপুর হিংসা (Manipur Violence)। তাই নিয়ে সংসদের বাদল অধিবেশনে (Monsoon Session) সুর চড়াচ্ছে বিরোধীরা। এরই মধ্যে এবার মণিপুরের ঘটনার প্রতিবাদে দেশজুড়ে উঠল বনধের ডাক। সোমবার ভারত বনধের (India Strike) ডাক দিয়েছে রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদ।
মণিপুরে মহিলাদের উপর বারংবার নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশিই রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদ দেশে আদিবাসীদের সমান নাগরিক অধিকারের দাবিতেও সোচ্চার হয়েছে। ভারত বনধ ডেকে এই সংগঠনের সভাপতি ভারতী সিং এবং রাঁচি জেলার সভাপতি রাজেশ টোপ্পো বলেন, ‘এর আগে গত ২৭ জুলাই ঝাড়খণ্ডের মোরাবাদী থেকে রাজভবন পর্যন্ত মিছিল করেছে রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদ। সেখানে মণিপুরের ঘটনার পাশাপাশি অভিন্য দেওয়ানি বিধি নিয়েও প্রতিবাদ জানানো হয়েছে।’
রাঁচির সভাপতি আরও বলেন, ‘মণিপুরে আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপর অকথ্য নির্যাতন চলছে। তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। বড় সংখ্যক আদিবাসী মানুষ মণিপুর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। আর সেই নিয়েই আমাদের প্রতিবাদ।’
রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের সভাপতি ভারতী সিং বলেন, ‘উন্নয়ন, পরিবেশ এবং বন্যপ্রাণ সংরক্ষণ ও রক্ষার নাম করে আদিবাসীদের নিজস্ব বাসস্থান ছেড়ে চলে যেতে বাধ্য করা হচ্ছে। তাদের রুজি-রুটি কেড়ে নেওয়া হচ্ছে। আদিবাসীদের সমান নাগরিক অধিকার দিতে হবে। আদিবাসীদের নিজস্ব পরিচয় মুছে ফেলার চেষ্টা চলছে। সংবিধান আদিবাসীদের যে অধিকার দিয়েছে তা খর্ব করা হচ্ছে।’
এই ইস্যুগুলিকে সামনে রেখেই সোমবার ২৪ ঘণ্টার ভারত বনধের ডাক দিয়েছে রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদ। ইতিমধ্যেই টুইটারে ট্রেন্ড হতে শুরু করেছে এই ভারত বনধের ডাক। হিংসা বিধ্বস্ত মণিপুরে আদিবাসী মা-বোনেদের পাশে দাঁড়িয়ে অনেকেই এই বনধ সমর্থন করছেন বলেও জানা যাচ্ছে।