ভারত বনধে উত্তপ্ত বাংলা! ডোমজুড় থেকে জলপাইগুড়ি, কোথাও ধস্তাধস্তি কোথাও লাঠিচার্জ, জেলায় জেলায় শুরু গ্রেফতারি

Published on:

Published on:

Bharat Bandh clash in Bengal

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারের শ্রম বিরোধী, কৃষক ও শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে আজ বুধবার ভারত বনধ-এর (Bharat Bandh) ডাক দিয়েছিল ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ। সকাল থেকেই রাজ্যের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে উত্তেজনা। কোথাও পুলিশের সঙ্গে বচসা, কোথাও আবার রীতিমতো ধস্তাধস্তি বা লাঠিচার্জ। হাওড়া, আসানসোল, জলপাইগুড়ি, হলদিয়া—প্রতিটি জায়গায় বিক্ষোভ ঘিরে তৈরি হয় টানটান পরিস্থিতি।

ডোমজুড়ে নামল র‍্যাফ, পুলিশের লাঠি খেয়ে ছত্রভঙ্গ CPM কর্মীরা

বুধবার সকালেই হাওড়ার ডোমজুড়ে রাস্তায় নামেন CPM কর্মীরা (CPM workers)। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, দোকানপাট বন্ধ রাখার জন্য চাপ সৃষ্টি ও রাস্তায় দাঁড়িয়ে বাস-লরি আটকানোর চেষ্টা করেন তাঁরা। একাধিক গাড়ি থামিয়ে চালকদের নামিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত হতেই লাঠি চালাতে শুরু করে পুলিশ, ছত্রভঙ্গ হয়ে পড়েন বনধ সমর্থকরা (Bharat Bandh)।

আসানসোলে বাম-তৃণমূল সংঘর্ষ, উত্তপ্ত এলাকা (Bharat Bandh)

ভারত বন্ধ (Bharat Bandh) ঘিরে বামেদের সমর্থনে আসানসোলে পথে নামেন কর্মীরা। পাল্টা পথে নামে তৃণমূলের শ্রমিক সংগঠন (INTTUC)। গাড়ি আটকানোকে কেন্দ্র করে দুই দলের মধ্যে বচসা বাঁধে। ক্রমেই তা উত্তেজনায় রূপ নেয়। এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও মুখোমুখি অবস্থানে থেকে যায় দুই সংগঠন।

জলপাইগুড়িতে ১৪ জন গ্রেফতার, টান টান উত্তেজনা ডিপো ঘিরে

জলপাইগুড়িতে সরকারি বাস ডিপোর সামনে বাম সমর্থকরা পতাকা হাতে অবস্থান শুরু করেন। তাঁদের উদ্দেশ্য ছিল বাস চলাচল বন্ধ করা। পুলিশ এসে তাঁদের সেখান থেকে সরে যেতে বলে। তাতে রাজি না হওয়ায় শুরু হয় ধাক্কাধাক্কি। শেষ পর্যন্ত পুলিশ ১৪ জনকে গ্রেফতার করে পরিস্থিতি শান্ত করে।

Bharat Bandh clash in Bengal

আরও পড়ুনঃ ‘চোদ্দ গুষ্টির কাগজ চাইত রাজ্য’, NRC নোটিশে টালমাটাল উত্তম, মুখ খোলার পরেই তৎপর প্রশাসন

হলদিয়ায় ট্রেন অবরোধে রেল পুলিশের ধস্তাধস্তি

হলদিয়ায় বাম সমর্থকরা ট্রেন অবরোধ (train blockade) করতে গেলে রেল পুলিশ তাঁদের উঠিয়ে দেয়। ঘটনাটি ঘটে হলদিয়ার রানিচক বন্দরের স্টেশনে। সেখানে কিছুক্ষণের জন্য বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। একাধিক ব্যক্তিকে আটক করে রেল পুলিশ।