বেশিদিন তো বাঁচবেন না, ক‍্যানসার নিয়েও দ্বিতীয় বিয়ে কেন? ‘ইসমার্ট জোড়ি’তে কুৎসিত আক্রমণ ভরত কলকে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মজার মজার খেলার দিন শেষ। জিতের ‘ইসমার্ট জোড়ি’র (Ismart Jodi) মঞ্চে এখন প্রতিদিনই নিত‍্য নতুন বিতর্ক। তারকারা প্রায়শই সোশ‍্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হন। সেসব কুরুচিকর মন্তব‍্য থেকে বেছে নিয়ে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে তারকা জুটিদের। সম্প্রতি এমন ভাবেই কুৎসিত কটাক্ষের সম্মুখীন হয়েছেন ভরত কল (Bharat Kaul) ও জয়শ্রী মুখোপাধ‍্যায়কে (Jayasree Mukherjee)।

সোশ‍্যাল মিডিয়ায় একজন ব‍্যক্তি ভরতকে কটাক্ষ করেন এই বলে যে, তিনি নিজেও জানেন যে পৃথিবীতে খুব বেশিদিন তিনি নেই। তা সত্ত্বেও নিজের থেকে কম বয়সের মেয়েকে বিয়ে করে এক ফুটফুটে সন্তানকে পৃথিবীতে কেন আনলেন? ভরতের এটা অত‍্যন্ত স্বার্থপরের মতো কাজ হয়েছে বলেও দাবি করেছেন ওই ব‍্যক্তি। কারণ অভিনেতা চলে গেলে তাঁর স্ত্রী সন্তানের কী হবে সেটা কি তিনি ভেবেছেন?


উল্লেখ‍্য, এই ইসমার্ট জোড়ির মঞ্চে এসেই ভরত জানিয়েছিলেন তাঁর ক‍্যানসারে আক্রান্ত হওয়ার কথা। তাঁর অসুস্থতাকে কটাক্ষ করেই আক্রমণ করা হয়েছে নেটপাড়ায়। অভিযোগের উত্তরও দিয়েছেন ভরত। তিনি বলেন, স্ত্রী জয়শ্রীকে নিয়ে তাঁর চিন্তা নেই‌। কারণ তিনি জানেন, জয়শ্রী যথেষ্ট শক্ত মনের মেয়ে।

ভরতের চিন্তার কারণ তাঁদের মেয়ে আরিয়া। তিনি আগেও বলেছিলেন, মেয়েকে সেটল করে দিয়ে তবেই তিনি যেতে চান। নিজে চোখে সেটা দেখে যেতে পারবেন কিনা তিনি জানেন না। কিন্তু স্ত্রী সন্তানের ভবিষ‍্যৎ নিশ্চিত করে রেখে যেতে চান অভিনেতা। তবে কটাক্ষের উত্তরে ভরত এও বলেন, কার কোনটা ঠিক সময় সেটা কেউ বলতে পারে না।

প্রসঙ্গত, এর আগে অভিনেত্রী অনুশ্রী দাসের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন ভরত। তাঁর সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী সায়ন্তনী ঘোষের সঙ্গে কিছু সময় লিভ ইনও করেজেন তিনি। এখন অভিনেত্রী জয়শ্রীর সঙ্গে তাঁর সুখের সংসার।

সম্পর্কিত খবর

X