বাংলাহান্ট ডেস্ক : সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে ভারত সরকার বড় উদ্যোগ নিল। সামনেই রয়েছে ঈদ। তার আগে সরকারের পক্ষ থেকে অত্যন্ত সস্তায় কিছু খাদ্য সামগ্রী বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে ব্যাপকভাবে উপকৃত হবেন সাধারণ মানুষ। রেল স্টেশনেই মানুষজন পেয়ে যাবেন সস্তার এই খাদ্য সামগ্রীগুলি।
ভারত সরকারের পক্ষ থেকে নূন্যতম সহায়ক মূল্য বেঁধে দেওয়া হয়েছে খাদ্যশস্য, ডাল, মোটা দানার শস্য এবং মিলেটের। দেশের প্রত্যেকটি কৃষকের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার জন্য গোটা ভারত জুড়ে চালু হয়েছে ক্রয় কর্মসূচি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভারত ব্র্যান্ডের চাল ও ভারত ব্র্যান্ডের আটা বাজার নির্ধারিত মূল্য থেকে কম দামে বিক্রি করা হচ্ছে।
আরোও পড়ুন : “বউ দেখতে ভাল হলে টাকা, না হলে…” নির্বাচনী প্রচারে গিয়ে বাধার মুখে শতাব্দী রায়
জানা যাচ্ছে প্রতিটি রেল স্টেশনে মোবাইল ভ্যানের মাধ্যমে ২৭.৫০ টাকা কেজি দরে কেন্দ্রের পক্ষ থেকে বিক্রি করা হবে গমের আটা। এই ভারত ব্র্যান্ডের আটা সমবায় সমিতি NAFED, NCCF এবং কেন্দ্রীয় ভান্ডারের মাধ্যমে বিক্রি করা হবে। সরকার জানিয়েছে, ৮০০টি মোবাইল ভ্যান এবং ২০০০টিরও বেশি দোকানের সাহায্য নেওয়া হবে ভারত ব্র্যান্ডের আটা বিক্রি করার জন্য।
বর্তমানে বাজারে ৩০ টাকা থেকে ৩২ টাকা কেজি দরে বিক্রি হয় আটা। সেখানে ব্র্যান্ডেড আটা বিক্রি হয় ৪০ থেকে ৪২ টাকা কেজি দরে। তবে এবার বাজারে নির্ধারিত মূল্য থেকে অনেকটাই কম দামে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিক্রি করা হবে চাল ও আটা। পাশাপাশি কেন্দ্রীয় সরকার কম দামে বিক্রি করছে ডাল ও পেঁয়াজ।