৮৪ দিনের ভ্যালিডিটি! প্রতিদিন মিলবে ৩ GB ডেটা, Jio-Airtel-এর ঘুম উড়িয়ে দুর্ধর্ষ প্ল্যান লঞ্চ করল BSNL

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL (Bharat Sanchar Nigam Limited) গ্রাহকদের আকৃষ্ট করার লক্ষ্যে একের পর এক বড় পদক্ষে গ্রহণ করেছে। শুধু তাই নয়, এই সংস্থার একাধিক আকর্ষণীয় প্ল্যান ইতিমধ্যেই টক্কর দিচ্ছে Jio-Airtel-Vi-কে। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, BSNL এবার একটি দুর্দান্ত পরিকল্পনা চালু করেছে। যেটি দীর্ঘ মেয়াদ, প্রচুর ডেটা সহ কলিং এবং SMS সম্পর্কিত সুবিধা প্রদান করে।

দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান BSNL (Bharat Sanchar Nigam Limited)-এর:

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত বছরের জুলাই মাসে, বেসরকারি টেলিকম কোম্পানিগুলির রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধির ফলে বিপুল গ্রাহক BSNL (Bharat Sanchar Nigam Limited)-এর দিকে ঝুঁকেছিলেন। এমতাবস্থায়, গ্রাহকদের ধরে রাখতে নিত্যনতুন প্ল্যান সামনে আনছে এই সংস্থা। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে BSNL-এর কিছু প্ল্যানের প্রসঙ্গ উপস্থাপিত করছি।

Bharat Sanchar Nigam Limited launched All Rounder Plan.

BSNL-এর ৫৯৯ টাকার প্ল্যান: BSNL (Bharat Sanchar Nigam Limited)-এর ৫৯৯ টাকার প্ল্যানটি নিঃসন্দেহে ভালো। BSNL তাদের “X” অ্যাকাউন্টে এই বিষয়ে তথ্য দিয়েছে। এই প্ল্যানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটির ভ্যালিডিটি হল ৮৪ দিনের। এই ৮৪ দিনে জন্য গ্রাহকেরা প্রতিদিন ৩ জিবি ইন্টারনেট ডেটা পাবেন। এর অর্থ হল এই প্ল্যানে মোট ২৫২ জিবি ডেটা মিলবে। এছাড়াও, ব্যবহারকারীরা এই প্ল্যানে আনলিমিটেড কলিং থেকে শুরু করে প্রতিদিন ১০০ টি SMS-এর সুবিধাও পাবেন।

আরও পড়ুন: ট্যাক্স দিয়েছেন ৩৫ কোটি! অবসরের এতবছর পরেও বিপুল উপার্জন সৌরভের, চমকে দেবে আয়ের উৎস

অর্থাৎ, এটি একটি কমপ্লিট প্ল্যান এবং সম্ভবত সেই কারণেই BSNL (Bharat Sanchar Nigam Limited) এর নাম দিয়েছে All Rounder। জানিয়ে রাখি যে BSNL এই প্ল্যান সম্পর্কে বলেছে, এই প্ল্যানটি BSNL এর ওয়েবসাইট বা অ্যাপের জন্য এক্সক্লুসিভ। অর্থাৎ এই প্ল্যানের জন্য গ্রাহকদের BSNL-এর অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপে যেতে হবে। এর পাশাপাশি BSNL-এর আরও একটি সস্তা প্ল্যান গ্রাহকদের আকৃষ্ট করেছে।

আরও পড়ুন: বাজারে ঝড় তুলতে প্রস্তুত Tata Motors! পরপর লঞ্চ হবে ৩০ টি গাড়ি, কী পরিকল্পনা সংস্থার?

BSNL-এর ২৪৯ টাকার প্ল্যান: BSNL (Bharat Sanchar Nigam Limited) “X” অ্যাকাউন্টে এই সাশ্রয়ী মূল্যের আনলিমিটেড প্ল্যান সম্পর্কেও তথ্য দিয়েছে। এই প্ল্যানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ব্যবহারকারী মাত্র ২৪৯ টাকায় ৪৫ দিনের মেয়াদ পাবেন। অর্থাৎ, এটি একটি অত্যন্ত সাশ্রয়ী প্ল্যান। যেটি দীর্ঘ ভ্যালিডিটি প্রদান করে। এছাড়াও, আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি, এই প্ল্যানে গ্রাহকেরা প্রতিদিন ২ GB হাই স্পিড ডেটা পাবেন। এর অর্থ হল ২৪৯ টাকার এই প্ল্যানে মোট ৯০ GB ডেটা মিলবে।এছাড়াও, অন্যান্য প্ল্যানের মতো, এই প্ল্যানেও প্রতিদিন ১০০ টি SMS-এর সুবিধা পাওয়া যাবে। এদিকে, এই প্ল্যানের সুবিধাগুলি কেবল ইন্টারনেট বা কলিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং, ২৪৯ টাকার এই সাশ্রয়ী মূল্যের প্ল্যানে গ্রাহকেরা BSNL BiTV OTT অ্যাপের অ্যাক্সেসও পাবেন। যা ৪০০ টি লাইভ টিভি চ্যানেলের অ্যাক্সেসও দেবে। এইভাবে, গ্রাহকেরা ২৪৯ টাকার এই প্ল্যানে প্রতিদিন হাই স্পিড ইন্টারনেট থেকে শুরু করে আনলিমিটেড কল এবং OTT-র সুবিধা লাভ করবেন।