বাংলা হান্ট ডেস্ক: BSNL (Bharat Sanchar Nigam Limited) তার কোটি কোটি ব্যবহারকারীদের জন্য কম দামে দীর্ঘ ভ্যালিডিটিযুক্ত একাধিক রিচার্জ প্ল্যান উপলব্ধ করছে। BSNL-এর এই সস্তা প্রিপেইড রিচার্জ প্ল্যানগুলি বেসরকারি কোম্পানিগুলির জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করছে। বর্তমানে BSNL-এর ব্যবহারকারী সংখ্যা ৯ কোটিরও বেশি। এদিকে, কোম্পানিটি শীঘ্রই 5G পরিষেবা চালু করতে চলেছে। এর পাশাপাশি, নেটওয়ার্ক আপগ্রেডের ওপরেও জোর দেওয়া হচ্ছে। শীঘ্রই কোম্পানিটি ১ লক্ষ নতুন 4G/5G মোবাইল টাওয়ার স্থাপনের কাজ সম্পন্ন করবে। এর পরে, আরও ১ লক্ষ নতুন টাওয়ার স্থাপন করা হবে বলেও জানা গিয়েছে।
দুর্দান্ত রিচার্জ প্ল্যান BSNL (Bharat Sanchar Nigam Limited)-এর:
এমতাবস্থায়, BSNL (Bharat Sanchar Nigam Limited) তাদের অফিসিয়াল “X” হ্যান্ডেল থেকে ১৬০ দিনের একটি প্রিপেইড রিচার্জ প্ল্যানের বিস্তারিত তথ্য শেয়ার করেছে। যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ওই রিচার্জ প্ল্যানের দাম ৯৯৭ টাকা। এই প্ল্যানে একাধিক সুবিধা উপলব্ধ রয়েছে। যার মধ্যে ব্যবহারকারীরা আনলিমিটেড কলিং থেকে শুরু করে ফ্রি ন্যাশনাল রোমিংয়ের মতো সুবিধাও পাবেন। এছাড়াও, BSNL-এর এই প্ল্যানে দৈনিক 2 GB হাই স্পিড ডেটা এবং ১০০ টি বিনামূল্যে SMS-এর মতো সুবিধাও রয়েছে।
Recharge Once, Stay Connected for over 5 months (160 days) straight!
With BSNL’s ₹997 Plan, enjoy 2GB/day high-speed data, unlimited voice calls, and 100 SMS/day- all with a single recharge.
No monthly recharges. No interruptions. Just worry-free connectivity with BSNL ₹997… pic.twitter.com/x3ROI3t6Wf— BSNL India (@BSNLCorporate) July 24, 2025
এদিকে, আমরা যদি বেসরকারি কোম্পানিগুলির রিচার্জ প্ল্যানের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, তারা ৯০০ টাকার মধ্যে মাত্র ৮৪ দিনের ভ্যালিডিটি প্রদান করে। এমতাবস্থায়, BSNL (Bharat Sanchar Nigam Limited)-এর এই প্ল্যানটি বেসরকারি কোম্পানিগুলির তুলনায় দ্বিগুণ ভ্যালিডিটি উপলব্ধ করে। শুধু তাই নয়, BSNL প্রতিটি ব্যবহারকারীকে বিনামূল্যে BiTV-র অ্যাক্সেস দেয়।BiTV পরিষেবায়, ব্যবহারকারীরা বিনামূল্যে ৪০০ টিরও বেশি ডিজিটাল লাইভ টিভিতে অ্যাক্সেস পাবেন। এর পাশাপাশি, ব্যবহারকারীরা অনেক জনপ্রিয় OTT অ্যাপেও অ্যাক্সেস পাবেন।
আরও পড়ুন: ১ অগাস্ট থেকেই শুরু হচ্ছে ১ লক্ষ কোটির স্কিম! তৈরি হবে ৩.৫ কোটি কর্মসংস্থান, বড় পদক্ষেপ কেন্দ্রের
৪৫ দিনের প্ল্যান: এদিকে, BSNL (Bharat Sanchar Nigam Limited) সম্প্রতি ৪৫ দিনের মেয়াদের একটি সস্তা রিচার্জ প্ল্যান চালু করেছে। সরকারি টেলিকম কোম্পানির এই প্ল্যানে, ব্যবহারকারীরা ২৫০ টাকার কম দামে আনলিমিটেড কলিং এবং ডেটার মতো সুবিধা পাবেন। এই প্রিপেইড রিচার্জ প্ল্যানটি সেইসব ব্যবহারকারীদের জন্য উপযুক্ত যাঁরা অন্য অপারেটর থেকে BSNL-এ MNP করছেন।
আরও পড়ুন: ফের ইতিহাস গড়ল ভারতীয় রেল! হাইড্রোজেন চালিত ট্রেনের সফল পরীক্ষা সম্পন্ন, কোন রুটে চলবে?
ওই প্ল্যানের দাম ২৪৯ টাকা এবং এটি ৪৫ দিনের মেয়াদ প্রদান করে। BSNL (Bharat Sanchar Nigam Limited)-এর এই রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা ভারত জুড়ে আনলিমিটেড কলিং এবং ফ্রি ন্যাশনাল রোমিংয়ের সুবিধা পাবেন। এছাড়াও,
BSNL-এর এই প্ল্যানে, ব্যবহারকারীরা দৈনিক ২ GB হাই স্পিড ডেটা এবং ১০০ টি বিনামূল্যে SMS-এর সুবিধাও পাবেন।