বাংলাহান্ট ডেস্ক : জিও, এয়ারটেলের নানান রকম চটকদার প্ল্যানে বাজারে বেশ অনেকখানিই পিছিয়ে পড়েছিল BSNL। তাই বাজার ধরে রাখতে এবং জিও , এয়ারটেল কে টেক্কা দিতে নতুন এক নজরকাড়া প্ল্যান নিয়ে এসেছে BSNL।
এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটির এতদিনের পারফরম্যান্স এতদিনে তেমন ভালো না হলেও , কেন্দ্রের আর্থিক প্যাকেজ প্রকাশের পর হঠাৎই তাক লাগানো বুদ্ধি বের করলো BSNL। মাত্র তিনশো একুশ (৩২১) টাকার প্ল্যানের বিনিময়ে সারা বছর সুবিধা পাবেন উপভোক্তারা। এই নজরকাড়া প্ল্যানে এবারে রীতিমতো জনপ্রিয়তার শিখরে উঠতে চলেছে BSNL।
চলুন দেখে নেওয়া যাক কি কি সুবিধা পাবেন গ্রাহকেরা:
৩২১ টাকার এই প্ল্যানে পুরো একবছরের বৈধতা তো থাকবেই এবং তার সাথে থাকবে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা। শুধু তাই নয় এরই সাথে সাথে পেয়ে যাবেন বিগ না মরলে ইনকামিং এবং আউটগোয়িং কলের পরিষেবা এক্কেবারে বিনামূল্যে। এবং শুধুমাত্র ভয়েস কলিং এ নয় এই মাধ্যমে আপনি পেতে চলেছেন সারা বছরে ১৫ জিবি ডেটা এবং আড়াইশোটি বিনামূল্যে এসএমএস করার সুবিধাও।
তবে এই পরিষেবাটি সবার জন্য নয়, এই পরিষেবাটি একমাত্র পেতে চলেছেন তামিলনাড়ু অঞ্চলে পুলিশ কর্মীরাই। তাছাড়াও আনলিমিটেড কলের সুবিধা পাবেন একমাত্র তারাই যারা হবেন পুলিশ কর্মী এবং তারা ফোনও করবেন অন্য কোন পুলিশ কর্মীকেই। বিএসএনএল নাম্বার ছাড়া অন্য কোন সিমে ফোন করতে গেলে ১৫ পয়সা প্রতি মিনিটে শুল্ক জারি করা হবে ।