বিধানসভা ভোটকে “পাখির চোখ” করে শুরু প্রস্তুতি! চার সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা বিজেপির

Published on:

Published on:

Bharatiya Janata Party announces names of four district presidents.

বাংলা হান্ট ডেস্ক: আগামী বছরেই বিধানসভা নির্বাচন। তার আগে ভালোভাবে প্রস্তুতি শুরু করে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হতে চায় বিজেপি (Bharatiya Janata Party)। এমতাবস্থায়, বুধবার রাজ্য বিজেপির তরফে একসঙ্গে ৪ সাংগঠনিক জেলার নতুন সভাপতির নাম ঘোষণা করা হল।

চার সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা বিজেপির (Bharatiya Janata Party):

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রাজ্য সভাপতি নির্বাচনের আগেই ৩৯ টি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছিল। তবে, বাকি ছিল আরও ৪ টি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা। বুধবার দার্জিলিং, ব্যারাকপুর, বনগাঁ এবং ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতিদের নাম সামনে আনা হল।

Bharatiya Janata Party announces names of four district presidents.

প্রসঙ্গত উল্লেখ্য যে, এই ৪ টি সাংগঠনিক জেলার মধ্যে ৩ টি জেলাতেই সভাপতি বদল করা হয়েছে। দার্জিলিংয়ের বিজেপি সভাপতি হয়েছেন সঞ্জীব তামাং। পাশাপাশি, ব্যারাকপুরে এই পদে আসীন হয়েছেন তাপস ঘোষ। এছাড়াও, বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন বিকাশ ঘোষ। শুধুমাত্র, ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতির ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হয়নি। অর্থাৎ, এই পদে তন্ময় দাসকেই পরবর্তী মেয়াদের জন্য বহাল রাখা হয়েছে।

আরও পড়ুন: আরও মিসাইল, ড্রোন, ব্রহ্মোস…. সেনাবাহিনীকে শক্তিশালী করতে ৬৭,০০০ কোটির চুক্তি, বড় পদক্ষেপ ভারতের

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত ১ অগাস্ট থেকেই রাজ্য বিজেপি (Bharatiya Janata Party) নতুন রাজ্য কমিটি গঠন তথা সাধারণ সম্পাদক-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদাধিকারীদের নাম চূড়ান্ত করার ব্যাপারে বৈঠক সম্পন্ন করেছে। সেই আবহেই বুধবার ঘোষণা করা হল ৪ সাংগঠনিক জেলার সভাপতির নাম।

আরও পড়ুন: অপরিবর্তিত থাকছে রেপো রেট! মার্কিন শুল্কের আবহে কতটা প্রভাবিত হবে ভারত? জানাল RBI

এর পাশাপাশি, আরও জানা গিয়েছে যে, ২৬-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই বুথ, মন্ডল এবং জেলা সভাপতি বাছাই করছে বিজেপি। এছাড়াও, যাঁরা আগামী দিনে প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাঁদের সঙ্গে যাতে সঠিকভাবে সমন্বয় বজায় থাকে সেইদিকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। এমতাবস্থায়, বিজেপির (Bharatiya Janata Party) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ইতিমধ্যেই সুনীল বনসল থেকে শুরু করে মঙ্গল পাণ্ডে, অমিত মালব্যদের নিয়ে বৈঠক করেছেন বলেও জানা গিয়েছে।