সিগারেট খেতে খেতে আদিবাসীর মুখে প্রস্রাব! বিতর্ক হতেই গ্রেফতার BJP নেতা, বুলডোজার গুঁড়িয়ে দেওয়া হল বাড়ি

বাংলা হান্ট ডেস্ক : ধূমপান করতে করতে বেহেড মাতাল হয়ে এক দলিত ব্যক্তির গায়ে প্রস্রাব। ঘটনায় অভিযুক্ত বিজেপি (Bharatiya Janata Party) নেতাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ঘৃন্য এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে (Madhyapradesh)। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োকে কেন্দ্র করে দেশজুড়ে তোলপাড় পড়ে গিয়েছিল। সরাসরি হস্তক্ষেপ করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)।

কংগ্রেসের দাবি, ওই ব্যক্তি স্থানীয় বিজেপি বিধায়ক কেদারনাথ শুক্লার প্রতিনিধি। এর পরই বিজেপি সরকারকে আক্রমণ শানায় কংগ্রেস। ঘটনায় তদন্তের নির্দেশ দেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। অভিযুক্তের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনেও মামলা দায়েরের নির্দেশ দেন তিনি। তারপর মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ২৯৪, ধারা ৫০৪ এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে। শুধু তাই নয়, অভিযুক্তর বাড়িও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন।

এত কিছু করেও বিতর্ক থামেনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, সম্ভবত একটি দোকানের সামনে এক ব্যক্তি বসে আছেন। সামনে দাঁড়িয়ে ডানহাতে সিগারেট খেতে-খেতে ওই ব্যক্তির মুখে প্রস্রাব করছেন অপর একজন। যে ব্যক্তি বসে আছেন, তাঁকে দেখে অত্যন্ত অসহায় মনে হচ্ছিল। অন্যদিকে, যে ব্যক্তি প্রস্রাব করছিলেন, তাঁর অভিব্যক্তিতে চরম ঔদ্ধত্য ফুটে ওঠে।

buldozer

ওই ভিডিয়ো ভাইরাল হতেই একাধিক রিপোর্টে দাবি করা হয়, যে ব্যক্তি প্রস্রাব করছিলেন, তিনি মধ্যপ্রদেশের সিধির বিধায়কের প্রতিনিধি প্রবেশ শুক্লা। যে সিধি এলাকায় ওই ঘটনা ঘটেছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে বিধায়ক কোনও মন্তব্য করেননি।

ভাইরাল ভিডিয়ো টুইট করে মধ্যপ্রদেশ প্রদেশ কংগ্রসের আব্বাস হাফিজ বলেন, ‘আদিবাসীদের উন্নয়ন নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া বিজেপির এক নেতা এক আদিবাসী গরিব ব্যক্তির গায়ে এভাবে প্রস্রাব করছেন। অত্যন্ত লজ্জাজনক কাজ। শিবরাজ সিং চৌহান আপনার আদিবাসী প্রেম কোথায় গেল? এটা কি জঙ্গলরাজ নাকি? এখনও পর্যন্ত বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়নি কেন? অভিযুক্তের নাম প্রবেশ শুক্লা বলা হচ্ছে। যিনি বিজেপি বিধায়কের প্রতিনিধি। বিধায়ক হলেন কেদারনাথ শুক্লা। আদিবাসী যুবকের গায়ে প্রস্রাব করা ব্যক্তির সঙ্গে বিজেপির একাধিক বড় নেতার ছবি আছে।’

তদন্তে নেমে মঙ্গলবার রাতেই BJP নেতা প্রবেশ শুক্লাকে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, গত ছয়দিন আগে সিধি জেলায় তিনি এই কাণ্ড ঘটিয়েছিলেন। ২৯৪ ধারায় অশালীন কার্যকলাপ, ৫০৪ ধারায় শান্তি বিঘ্নিত করার জন্য ইচ্ছাকৃতভাবে অপমানের মামলা রুজু করা হয়েছে BJP নেতার বিরুদ্ধে। দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা আইনের ধারাও। এই ব্যক্তির বিরুদ্ধে কঠোরতম শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। যা আগামীদিনে এই ধরণের ঘৃন্য অপরাধের ক্ষেত্রে শাস্তির উদাহরণ হয়ে থাকতে পারে। দেশজুড়ে ওঠা নিন্দার ঝড়ের মাঝেই কোনওমতেই এই অভিযুক্তকে রেহাই দেওয়া হবে না বলেই আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।


Sudipto

সম্পর্কিত খবর