কংগ্রেসের লাফালাফিই সার! CBI প্রধানের পদে BJP ঘনিষ্ঠ IPS আধিকারিক

বাংলা হান্ট ডেস্ক : অনেক টালবাহানার পর সিবিআই (CBI) প্রধানের পদে নিযুক্ত হলেন প্রবীণ সুদই। রবিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে ঘোষণা হয়, আগামী দু’বছরের জন্য দায়িত্ব নিতে চলেছেন এই আইপিএস আধিকারিক।

বর্তমানে কর্ণাটকের (Karnataka) ডিজিপি পদে কর্মরত আছেন প্রবীণ। আগামী ২৫ মে থেকে সিবিআই প্রধান হিসাবে কাজ শুরু করবেন তিনি। প্রসঙ্গত, এই নিয়োগের নেপথ্যে কর্ণাটকের বিধানসভা নির্বাচনের ফলের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে অনুমান ওয়াকিবহাল মহলের।

   

sood

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রধান পদে কে বসবেন, সেই সিদ্ধান্ত নেয় তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি। দেশের প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও লোকসভার বিরোধী দলনেতার কমিটিই বেছে নেয়, সিবিআইয়ের প্রধান কে হবেন। শনিবার কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পরেই বৈঠকে বসে এই কমিটি। পরের দিনই সিবিআই প্রধান হিসাবে প্রবীণের নাম ঘোষণা করা হয়।

জানা গিয়েছে, প্রবীণের নিয়োগের নেপথ্যে রয়েছে কর্ণাটক বিধানসভার ফলাফল। শনিবারই বিপুল ভোটে সেরাজ্যে জয় পেয়েছে কংগ্রেস (Congress)। কিন্তু প্রবীণের সঙ্গে কর্ণাটকের কংগ্রেস নেতৃত্বের সম্পর্ক একেবারেই ভাল নয়।

এর আগে ডিকে শিবকুমারকে গ্রেফতার করার সময় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। মনে করা হচ্ছে কর্ণাটকে কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হলেই প্রবীণকে সরিয়ে দেওয়া হবে। তাই কেন্দ্র চাইছে তাঁকে আগেভাগে সিবিআই প্রধান করে দিতে। তাই প্রবীণ-সহ তিনজনের নাম প্রস্তাব করা হয় কমিটির কাছে।

বিশেষ সূত্রে খবর প্রবীণের নাম মোটেই চূড়ান্ত করতে চাননি বিরোধী দলনেতা অধীর চৌধুরী। শুধু প্রবীণের নামে নয়, সরকার যে তিনজনের নাম প্রস্তাব করেছে তাঁদের মধ্যে কোনও মহিলা বা সংখ্যালঘু নেই। তাতেই বিশেষ আপত্তি ছিল লোকসভার কংগ্রেস দলনেতার। তবে শেষ পর্যন্ত অধীরের আপত্তি উড়িয়ে দেয় কেন্দ্র।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর