‘বাংলাকে বাঁচাতে যা করার তাই করছি’, অমিত শাহর সঙ্গে বৈঠক সেরে বললেন শুভেন্দু, তীব্র হচ্ছে জল্পনা

বাংলা হান্ট ডেস্ক : মঙ্গলবার গভীর রাত পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Home Minister Amit Shah) সঙ্গে বৈঠক করেছেন বিজেপি-র (Bharatiya Janata PartyParty) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর বৈঠক শেষে এদিন দুপুরে শুভেন্দু (Suvendu Adhikari) ফিরলেন কলকাতাতে। এই বৈঠকে কী হল, বা কী নিয়ে আলোচনা হল তা জানতে উৎসুক ছিলেন সকলেই। শুভেন্দুকে কাছে পেয়েই প্রশ্নবাণ নিয়ে হাজির হন সাংবাদিকরা।

এদিন কলকাতা বিমানবন্দরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বৈঠক নিয়ে কিছুই আপনাদের বলার জন্য নয়। আপনারা বৈঠকের ছবিও পাবেন না। বৈঠকে যা হয়েছে পশ্চিমবঙ্গের ভালোর জন্যই হয়েছে। পশ্চিমবঙ্গকে পরিত্রাণ দেওয়ার জন্যই, সবাই মিলে আমরা চেষ্টা করছি, পশ্চিমবঙ্গের মানুষ পরিত্রাণ পাবেন।’ এছাড়াও তিনি পঞ্চায়েত নির্বাচন নিয়ে আদালতের রায়ের প্রসঙ্গে বলেন, ‘রাজ্য নির্বাচন কমিশন মানে রাজীব সিনহা। উনিতো মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষ্য।’

নন্দীগ্রামের বিধায়ক আরও বলেন, ‘রাজীব সিনহা মমতা বন্দ্যোপাধ্যায়ের লিখে দেওয়া হলফনামা দাখিল করবে এবং বিরোধী দলনেতা বাস্তবের উপর দাঁড়িয়ে থাকা অভিযোগ খণ্ডন করবে। চ্যানেলগুলো তো দেখিয়েছে সিভিক ভলান্টিয়ার দিয়ে ভোট করানো হয়েছে। আপনার চোখ ও ক্যামেরা বলছে বিরোধী দলনেতার অভিযোগ সঠিক আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষ্য রাজীব সিনহা একজন মাতাল। তাঁর অভিযোগ মিথ্যা।’

suvendu sukanta

এদিন শুভেন্দু কোচবিহারে নির্যাতিতা নাবালিকার মৃত্যু প্রসঙ্গে বলেন, ‘বঙ্গে নারী শক্তি, নাবালিকারা অসুরক্ষিত এবং অত্যাচারিত। আজকে বিধানসভায় আমাদের মহিলারা ব্যাপক প্রতিবাদ করেছেন। পশ্চিমবঙ্গ বিজেপি-র মহিলা মোর্চার তরফে শ্যামবাজারে নেতাজি মূর্তির নিচে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা নিয়ে ভারতীয় জনতা পার্টি অত্যন্ত উদ্বিগ্ন এবং চিন্তিত।

তিনি আরও বলেন, ‘জনতা পার্টি অত্যন্ত উদ্বিগ্ন এবং চিন্তিত। এই নিয়ে আমরা পশ্চিমবঙ্গ বিধানসভার বাইরে ও ভিতরে লড়াই করছি। নারী সুরক্ষা কমিশন এবং মানবাধিকার কমিশনের পক্ষ থেকে মালদার ঘটনা নিয়ে কৈফিয়ৎ চাওয়া হয়েছে।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর