ঘুম উড়ল মুকেশ আম্বানির! Jio-কে চমকে দিয়ে Airtel নিয়ে এল ভারতের প্রথম ওয়্যারলেস ব্রডব্যান্ড

বাংলা হান্ট ডেস্ক : ভারতের প্রথমসারির টেলিকম সংস্থা Bharti Airtel দেশের প্রথম 5G ফিক্সড-ওয়্যারলেস অ্যাক্সেস বা এফডব্লুএ (Fixed-wireless access or FWA) পরিষেবা চালু করেছে। সংস্থার তরফে এই নয়া ব্রডব্যান্ডের নাম দেওয়া হয়েছে Xstream AirFiber। পরীক্ষামূলকভাবে এখন কেবল দিল্লি এবং মুম্বাইতেই নিজেদের নতুন ডিভাইস লঞ্চ করেছে এয়ারটেল।

নতুন ডিভাইস প্রসঙ্গে এয়ারটেলের সিইও গোপাল ভিট্টল বলেছেন যে, এইমুহুর্তে ৫জি ফিক্সড-ওয়্যারলেস অ্যাক্সেসের উপলব্ধতা বাড়ানোর ক্ষেত্রে অন্যতম একটি গুরুতর চ্যালেঞ্জ হল কাস্টমার পাওয়া। সেই কারণেই সমগ্র দেশে ডিভাইসটি উপলব্ধ না করে প্রাথমিকভাবে কেবল দিল্লি এবং মুম্বাই শহরেই পরিষেবাটি উপলব্ধ করা হয়েছে। গ্রাহকরা ডিভাইসটি পছন্দ করছেন কি না সেটা দেখার পরেই বাকি দেশে লঞ্চ করা হবে।

Airtel Xstream AirFiber প্ল্যান : বিভিন্ন টেক মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, এক্সট্রিম এয়ারফাইবার হল একটি প্লাগ-এন্ড-প্লে ডিভাইস যা নব্য প্রজন্মের ওয়াইফাই 6 প্রযুক্তি সমর্থিত। এতে ইউজাররা একটি পোর্টেবল FWA ডিভাইস পাবেন। একসাথে সর্বাধিক ৬৪টি ডিভাইসের সাথে সংযুক্ত করে ব্যবহার করা যাবে বলে দাবি এয়ারটেলের।

https://twitter.com/ishanagarwal24/status/1688445834801848320?s=20

Airtel Xstream AirFiber প্ল্যানের দাম : আপাতত একটি রিচার্জ প্ল্যানই উপলব্ধ রেখেছে এয়ারটেল। 100 এমবিপিএস স্পিড সহ এই প্ল্যানের দাম মাসিক ৭৯৯ টাকা হতে পারে। পাশাপাশি এর ছয় মাসের বৈধতাসম্পন্ন সাবস্ক্রিপশন কিনলে ৭.৫% ডিসকাউন্ট দেওয়া হবে। অর্থাৎ ছয় মাসের জন্য এর খরচ পড়বে মোট ৪,৪৩৫ টাকা। এছাড়া CPE -এর জন্য অতিরিক্তভাবে ২,৫০০ টাকার সিকিউরিটি ডিপোজিটও দিতে হবে। এবং মোট বিলের উপর ১৮% জিএসটি (GST) -ও লাগু হবে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর