সন্তান কোলে বাড়ি ফিরলেন ভারতী-হর্ষ, প্রকাশ‍্যে সদ‍্যোজাতের প্রথম ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নবরাত্রিতে আনন্দের পরিবেশ ভারতী সিং (Bharti Singh) ও হর্ষ লিম্বাচিয়ার (Harsh Limbachiyaa) পরিবারে। গত রবিবার মা হয়েছেন মহিলা কৌতুকশিল্পী। ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারতী। স্বামী আর নবজাতককে সঙ্গে নিয়ে মুম্বইয়ের ব্রিচ ক‍্যান্ডি হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তিনি।

হাসপাতালের বাইরে সদ‍্যোজাতকে দেখার জন‍্য ভিড় জমিয়েছিল পাপারাৎজি। হাসিমুখে ক‍্যামেরার সামনে পোজ দেন ভারতী। হর্ষের কোলে হলুদ কাপড়ে জড়িয়ে ঘুমিয়েছিল সদ‍্যোজাত। খুদের মুখ অবশ‍্য এখনি প্রকাশ‍্যে আনেননি ভারতী। পাপারাৎজির উদ্দেশে তিনি জিজ্ঞাসা করেন, কেউ মামা হয়েছেন আবার কেউ কাকা। সবাই খুশি তো?


সম্প্রতি নিজেদের ইউটিউব চ‍্যানেলে একটি ভিডিও শেয়ার করেছেন ভারতী ও হর্ষ। সেখানে ডেলিভারির প্রাক মুহূর্তের কিছু অংশ তুলে ধরেছেন দম্পতি। ক‍্যাপশনে লেখা, ‘আমাদের পুত্রসন্তান সুস্থভাবে ভূমিষ্ঠ হয়েছে। আমরা এখনো বিশ্বাস করতে পারছি না ও আমাদের মাঝে এসে পড়েছে। এটা স্বপ্নের মতো। সফরটা খুব আবেগঘন ছিল আর এটা আমাদের কাছে সবথেকে আনন্দকর মুহূর্ত। নিজের সন্তানকে প্রথম বার কোলে নেওয়ার অনুভূতিটা শ্রেষ্ঠ। আমাদের মতোই আমাদের সন্তানকেও ভালবাসা দেবেন।’

ডেলিভারিল আগের মুহূর্তেও মজা, খুনসুটি করতে দেখা গিয়েছে ভারতী হর্ষকে। কমেডি কুইনকে বলতে শোনা যায়, মঞ্চে ওঠার আগেও এমন ভয় পাননি তিনি। তবে সেই সঙ্গে উত্তেজনাও হচ্ছে। স্ত্রীকে অভয় দিতে দিতে হর্ষ বলেন, “এটা তোমার প্রথম বার তো। তাই এত ভয় পাচ্ছো। পরের বার আর পাবে না।”

https://www.instagram.com/reel/CcCoHTjqp5y/?utm_medium=copy_link

রবিবার সোশ‍্যাল মিডিয়ায় যৌথ বিবৃতিতে সন্তান আসার সুখবর দেন দুজনে। ভারতীর প্রেগনেন্সি ফটোশুটের থেকে একটি ছবি শেয়ার করেছিলেন দুজনে। সাদা গাউনে মিষ্টি দেখাচ্ছে ভারতীকে। পাশে সাদা শার্ট ও নীল ডেনিমে হর্ষ। ছবিটি শেয়ার করে ক‍্যাপশনে তাঁরা লেখেন, ছেলে হয়েছে।

সম্পর্কিত খবর

X