বলিউড অভিনেত্রীদের থেকে কম নন, অন্তঃসত্ত্বাকালীন ফটোশুটে চমকে দিলেন সুন্দরী ভারতী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ওজন নিয়ে অনেক দিন ধরে অনেক কটাক্ষ শুনেছেন ভারতী সিং (Bharti Singh)। পালটা চ‍্যালেঞ্জ নিয়ে ওজন কমিয়ে ফিট হয়ে দেখিয়েছেন তিনি। এবার অন্তঃসত্ত্বাকালীন ফটোশুটে নতুন রূপে ধরা দিয়ে চমকে দিলেন ভারতী। বুঝিয়ে দিলেন, কোনো বলিউড অভিনেত্রীর থেকে কম নন তিনি।

গর্ভাবস্থার অষ্টম মাসে রয়েছেন দেশের সবথেকে জনপ্রিয় মহিলা কৌতুকশিল্পী। একটি গোলাপি গাউনে সেজে ক‍্যামেরার সামনে দাঁড়িয়েছেন ভারতী।  সিল্কের পোশাকে স্পষ্ট তাঁর বেবি বাম্প। দু হাত দিয়ে ভাবী সন্তানকে আগলে ধরে পোজ দিয়েছেন তিনি। ক‍্যাপশনে ভারতী হিন্দিতে লিখেছেন, ‘আসন্ন সন্তানের মা।’


স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গেও বেশ কিছু ছবি শেয়ার করেছেন ভারতী। কমেন্টে ভালবাসা পাঠিয়েছেন শমিতা শেট্টি, করন জোহর, রুবিনা দিলায়েক, তাহিরা কাশ‍্যপরা। নেটনাগরিকরা আসন্ন নতুন জীবনের জন‍্য শুভেচ্ছা জানিয়েছেন ভারতী ও হর্ষকে।

https://www.instagram.com/p/CbSQlF2gFoO/?utm_medium=copy_link

এর আগে এক সাক্ষাৎকারে কৌতুকশিল্পী জানিয়েছিলেন, প্রথম আড়াই মাস নাকি গর্ভাবস্থার খবরটা নিজেই জানতেন না তিনি! ভারতী জানান, তিনি দিব‍্যি খাচ্ছিলেন দাচ্ছিলেন, দৌড়াদৌড়ি এমনকি নাচও ক‍রছিলেন। একদিন পরীক্ষা করাতে গিয়ে পজিটিভ ফলাফল আসায় চমকে গিয়েছিলেন ভারতী। তিনি স্পষ্টই জানান, এই মুহূর্তে সন্তান নেওয়ার ইচ্ছা তাঁদের ছিল না। তবে হর্ষের মতে, সন্তান দু বছর আগে আসুক বা পরে তাঁদের কোনো সমস‍্যা নেই।

https://www.instagram.com/p/CbPsimSgzAC/?utm_medium=copy_link

নিজেকে দেশের প্রথম ‘গর্ভবতী সঞ্চালক’ এর তকমা দিয়েছেন ভারতী। অন্তঃসত্ত্বা অবস্থায় শোয়ের সঞ্চালনা করে সমাজের দৃষ্টিভঙ্গি বদলে দেবেন বলে দাবি করেছিলেন তিনি। ভারতীর দাবি, গর্ভাবস্থার নবম মাস পর্যন্ত কাজ করতে চান তিনি। তাঁদের সন্তান যাতে ভবিষ‍্যতে মায়ের মতোই কঠোর পরিশ্রম করে সেটাই কামনা ভারতীর।

সি সেকশনে তাঁর খুব ভয়। পরবর্তীকালে অনেক যন্ত্রণা সহ‍্য করতে হয়। পাশাপাশি তিনি সন্তান সামলে কাজও করবেন। তাই নর্মাল ডেলিভারিই করতে চান ভারতী। এর জন‍্য একদিন অন্তর অন্তর যোগাভ‍্যাস করছেন তিনি।

X