বিজেপির শরণে চন্দ্রবাবু! অমিত শাহের সঙ্গে আসন সমঝোতা মমতার পুরনো বন্ধুর

বাংলা হান্ট ডেস্ক : উত্তর ভারতে গেরুয়ার সম্পূর্ণ দখল থাকলেও দক্ষিণ এখনও সিপিএম এবং কংগ্রেসের কব্জায়। আর তাই দক্ষিণ (South India) ভারতে পা রাখার লাগাতার চেষ্টা করে চলেছে বিজেপি (Bhartiya Janta Party)। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের প্রধান বিরোধী দল তেলেগু দেশম পার্টির (টিডিপি) সঙ্গে নির্বাচনী জোট চূড়ান্ত করেছে বিজেপি। গত দু’দিন ধরে লাগাতার আলাপ আলোচনার পর চূড়ান্ত হয়েছে সিদ্ধান্ত।

একই সাথে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা তথা রাজনীতিবিদ পবন কল্যাণের (Pawan Kalyan) দলও NDA-র সাথে জোট করেছে। এমনকি আসন ভাগাভাগি নিয়ে এই তিন দলের মধ্যে চুক্তিও হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখানে বলে রাখা ভালো, চন্দ্রবাবুর দল ইতিমধ্যেই এনডিএ-র অংশ ছিল। তেলেগু দেশম পার্টিও কেন্দ্রে এনডিএর অংশীদার দলের ভূমিকা পালন করেছে।

তবে মাঝে কিছুদিন বিজেপি ও টিডিপির মধ্যে দূরত্ব বেড়ে যায়। তবে আসন্ন লোকসভা নির্বাচনে নিজেদের মনোমালিন্য দূরে সরিয়ে ফের একবার একসাথে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে এই দুই দল। একই সাথে দক্ষিণ বিজেপির বিজেপির হাতের তুরুপের তাস হয়ে দাঁড়িয়েছে পবন কল্যাণ।

আরও পড়ুন : ফের ভয়ানক বিস্ফোরণ বাজি কারখানায়! প্রাণ হারালেন ১০জন, আহত বহু

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি-টিডিপির জোট বেশ ভালো টক্কর দেবে কংগ্রেসকে। এতে করে উভয় দলই লাভবান হবে বলেই ধারণা। ইতিমধ্যেই আসন বণ্টনও সেরে ফেলেছে এই দুই দল। সূত্রের খবর, আসন্ন নির্বাচনে অন্ধ্রপ্রদেশের মোট ২০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি-টিডিপির জোট। যার মধ্যে ৬টি আসন থেকে বিজেপি প্রার্থী দেবে এবং বাকি ১৬টি আসনে লড়াই করবে টিডিপি।

আরও পড়ুন : জোর ঝটকা কংগ্রেসে! এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন কমলনাথ, দলীয় সভা ছেড়ে দিল্লির পথে রওনা

chandrababu naidu narendra modi file

এবং বাকি থাকা ৩টি আসন গেছে জনসেনার হাতে গেছে। উল্লেখ্য, বিজেপি-টিডিপি-জনসেনার জোট নিয়ে আলোচনা বহু আগে থেকেই চলছিল। এতদিন আসন বণ্টন নিয়ে কোনও সমস্যা থাকায় তা চূড়ান্ত হয়নি। এবার মিলেছে সমস্যার সহজ সমাধান। বিগত কয়েক বছর ধরেই বিজেপি ক্রমাগত দক্ষিণ ভারতে তাদের পা রাখার চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে অন্ধ্রপ্রদেশে বিজেপি ও টিডিপির একত্রে আসার পদক্ষেপ বেশ গুরুত্বপূর্ণ বলেই প্রমাণিত হবে বলে ধারণা রাজনৈতিক কারবারিদের।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর