চব্বিশে ফের বাম্পার জয় বিজেপির, মাত্র এত সিটেই থেমে যাবে কংগ্রেস! নয়া সমীক্ষা ঘুম ওড়াল জোটের

বাংলা হান্ট ডেস্ক : মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে বিজয় পতাকা ওড়ানোর পর গোটা দেশেই এখন মোদীর (Narendra Modi) জয়জয়কার। আসন্ন লোকসভা নির্বাচনেও এই বিজেপি (Bhartiya Janta Party) জয় অব্যাহত থাকবে বলেই ধারণা রাজনৈতিক কারবারিদের। অন্তত সাম্প্রতিক জরিপ তো এমনটাই বলছে। সমীক্ষা বলছে, কংগ্রেস (Congress) এবং মোদী বিরোধী ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের পারফরম্যান্স বিশেষ কিছু হবেনা।

টাইমস নাও ইটিজি সমীক্ষার ইঙ্গিত বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (NDA) 323টি আসন জিততে পারে। কেউ কেউ বলছে বিজেপির দখলে থাকবে 308 থেকে 328 টি আসন। তবে 2019 এর তুলনায় কিছু আসন কমতে পারে বলেও ধারণা করছেন অনেকেই।

কংগ্রেসের অবস্থা কী?

সমীক্ষা অনুযায়ী, 2024 সালের সাধারণ নির্বাচনে কংগ্রেসের জয় থেমে যেতে পারে মাত্র 52 থেকে 72 আসনের মধ্যে। এদিকে ‘ইন্ডিয়া’ জোটের দখলে থাকতে পারে 163 টি আসন। উল্লেখ্য, 18 দলের এই জোটে অংশ নিয়েছে, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বাম দল, জনতা দল ইউনাইটেড, শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে), জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি সহ একাধিক দল ।

আরও পড়ুন : আবারও ঝটকা খেল তৃণমূল, মহুয়ার পর এবার সাসপেন্ড ডেরেক! তোলপাড় রাজ্য রাজনীতি

2019 নির্বাচনের ফলাফল

উল্লেখ্য, 2019 লোকসভা নির্বাচনে 436টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিজেপি। যারমধ্যে 303 টি আসনে উড়েছিল গেরুয়া পতাকা। ওদিকে কংগ্রেসের দখলে ছিল 52 টি আসন। এরপর NDA-র আসন সংখ্যা পৌঁছে যায় 351 এ। এরপর বিজেপি নিজেরাই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে মসনদ দখল করে।

আরও পড়ুন : ‘২০১৪-র পর থেকে…’, অভিষেক মামলায় হাইকোর্টে মুখবন্ধ খাম! ED-র রিপোর্ট দেখে কী বললেন বিচারপতি?

telemmglpict000183352708 trans nvbqzqnjv4bqpvlberwd9egfpztclimqfyf2a9a6i9ychsjmeadba08

তিনটি রাজ্যে বড় জয়

চলতি বছর পাঁচ রাজ্যের বিধানসভা ভোটেও দেখা গেছে গেরুয়ার দাপট। মধ্যপ্রদেশের 230টি আসনের মধ্যে 163টি, রাজস্থানের 199টি আসনের মধ্যে 115টি এবং ছত্তিশগড়ে 90টি আসনের মধ্যে 54টি আসন পেয়েছে বিজেপি ৷ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামেও গত নির্বাচনের তুলনায় বিজেপির গ্রাফ বেড়েছে। এদিকে দক্ষিণের তেলেঙ্গানাতেও একই চিত্র। এবার বিজেপি ৮টি আসনে জয়ী হয়েছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর