শ্রদ্ধাজ্ঞাপন, বাবা লোকনাথের তিরোধান দিবসে ১৫০ মানুষের মুখে অন্ন তুলে দিলেন ভাস্বর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: জি বাংলার ‘জয় বাবা লোকনাথ’ সিরিয়ালে বাবা লোকনাথের (baba loknath) চরিত্রে দর্শকদের মন জয় করেছিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ‍্যায় (bhaswar chatterjee)। লোকনাথ ব্রহ্মচারীর প্রবীণ বয়সের সময়টি পর্দায় ফুটিয়ে তুলেছিলেন তিনি। অনবদ‍্য অভিনয় দিয়ে চরিত্রটির সঙ্গে যেন একাত্ম হয়ে গিয়েছিলেন ভাস্বর। লোকনাথ বাবার পথ অনুসরণ করেই প্রথম বারের মতো রোজা রেখেছিলেন তিনি।

এবার লোকনাথের তিরোধান দিবসে আবারো এক মহৎ কাজ করে মানুষের আশীর্বাদ কুড়োলেন ভাস্বর। এই পুণ‍্যতিথিতে বাবা লোকনাথের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুঃস্থ মানুষদের মুখে অন্ন তুলে দিলেন ভাস্বর। নিজের প্রতিষ্ঠান অপর্ণা ফাউন্ডেশনের মাধ‍্যমে এদিন ১৫০ জনের খাবারের বন্দোবস্ত করেন অভিনেতা, সম্পূর্ণ বিনামূল‍্যে।


এদিনের কর্মকাণ্ডের ছবি নিজের সোশ‍্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন ভাস্বর। সম্পূর্ণ করোনা বিধি মেনে নিজের হাতে খাবার পরিবেশন করেন তিনি। ছবিগুলি শেয়ার করে ভাস্বর লিখেছেন, ‘বাবা লোকনাথের তিরোধান দিবস উপলক্ষে ১৫০ জনের খাবারের বন্দোবস্ত করল অপর্ণা ফাউন্ডেশন’। বাবা লোকনাথের আশীর্বাদ না থাকলে এই কাজ সম্ভব ছিল না বলে মনে করেন ভাস্বর।

https://www.instagram.com/p/CPqOu7HADk4/?utm_medium=copy_link

অপর্ণা ফাউন্ডেশনকে নিয়ে এর আগেও সাহায‍্যের হাত বাড়িয়েছেন ভাস্বর। ভাস্বরের মায়ের নামে তাঁর এই অপর্ণা ফাউন্ডেশন। ২০১৭ তে প্রয়াত হন অভিনেতার মা। তার পরের বছরেই এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন ভাস্বর। কিছুদিন আগে নিউ আলিপুর এলাকায় প্রায় বস্তিবাসী ৮০ জন‍ মানুষের জন‍্য ভরপেট খাবারের ব‍্যবস্থা করেন তিনি। নিজে হাতে খাবারও পরিবেশন করেন অভিনেতা।

সোশ‍্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে ভাস্বর লেখেন, ‘ঈশ্বরের আশীর্বাদে আমার এনজিও অপর্ণা ফাউন্ডেশন আজ নিউ আলিপুরে ৮০ জনের জন‍্য খাবারের ব‍্যবস্থা করেছে। আমি পুরো সময়টা উপস্থিত ছিলাম। সমস্ত ব‍্যাপারটা খুব সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। সকলে মাস্ক পরে লাইনে দাঁড়িয়ে খাবার নিয়েছে।’

সম্পর্কিত খবর

X