বাংলা হান্ট ডেস্ক : এই মুহূর্তে গোটা ভারতের নজর IPL-র দিকে। শুরু হয়ে গিয়েছে বিশ্বের সবচেয়ে বড় প্রিমিয়ার লিগ। আর এবার হিন্দি, ইংরেজির পাশাপাশি আরও একাধিক ভাষায় সম্প্রচারিত হচ্ছে আইপিএল (Indian Premier League)। আর সেই সম্প্রচারকদের বিরুদ্ধেই বড়সড় অভিযোগ নিয়ে এল দর্শকদের একাংশ। দর্শকদের মতে, কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে অশালীন ভাষার প্রয়োগ করেছেন সম্প্রচারকরা (Commentator)।
IPL-র চলতি সিজনে বাংলা, ভোজপুরীর মত আঞ্চলিক ভাষাতেও ধারাভাষ্য দিতে দেখা যাচ্ছে। সেটা বেশ তারিয়ে তারিয়ে উপভোগও করছে টিভির সামনে বসে থাকা দর্শকরা। তবে গত শনিবার হায়দরাবাদ এবং কেকেআর-র ম্যাচ চলাকালীন ভোজপুরি ভাষায় যে সম্প্রচার চলছিল তাতেই কিছু আপত্তিকর শব্দের ব্যবহার খুঁজে পেয়েছেন দর্শকদের একাংশ।
দর্শকদের অভিযোগ, হায়দরাবাদের ইনিংসের ১৯ ওভারের পর মিচেল স্টার্ক যখন বল করছিলেন তখনই ঘটে এই ঘটনাটি। একদিকে মিচেল স্টার্ক হেনরিখ ক্লাসেনকে নাস্তানাবুদ করার চেষ্টায় মরিয়া অন্যদিকে ক্লাসেনের ব্যাট তখন বলছে আজ কেবল চার আর ছক্কা চাই। একটার পর একটা বড় শটে মিচেল তখন ধরাশায়ী। এমন অবস্থায় ভোজপুরি ধারাভাষ্যকাররা যে শব্দ ব্যবহার করেছেন তা নাকি বড়োই অশালীন।
तुम समझते थे कि भोजपुरी गाने और फिल्में ही अश्लील होती हैं
मगर अब इनकी कमेंट्री भी सुन लो।pic.twitter.com/9UN4SHGP4W
— Jaiky Yadav (@JaikyYadav16) March 25, 2024
সম্প্রতি সেই ভিডিও ক্লিপটি ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভোজপুরী তারকা তথা রাজনীতিবিদ মনোজ তিওয়ারি, রবি কিষণ এইদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহকে ট্যাগ করে সেই ভিডিও পোস্ট করেছেন। তাদের দাবি, এই বিষয়ে বোর্ডের হস্তক্ষেপ করা উচিত। এমনকি যারা এই ধরণের অশালীন শব্দের ব্যবহার করেন তারা ধারাভাষ্য করার যোগ্য নন।