১০ লক্ষ কোটির প্রকল্প, কর্মসংস্থান ৩৪ লাখ মানুষের! ভোটের আগে বড় ঘোষণা মোদীর, কারা পাবেন চাকরি?

বাংলা হান্ট ডেস্ক : আরও একধাপ এগিয়ে গেল উত্তরপ্রদেশ (Uttarpradesh)। সোমবার পুরো ১০ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আসতে চলেছে রাজ্যটিতে। এইদিন প্রায় ১৪ হাজার বিনিয়োগ প্রকল্প চালু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রায় ৩৪ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হবে এই দফায়‌, যা ইউপিকে ১০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করবে। এককথায়, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) স্বপ্ন পূরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।

সোমবার রাজধানী দিল্লি থেকে এই প্রকল্পগুলির ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভায় উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং আরও একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার পর যোগী সরকারের জন্য এটি আরেকটি বড় সুযোগ। এই মুহূর্তে গোটা বিশ্বের চোখ ইউপির দিকে।

দিল্লিতে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানে সারা বিশ্ব থেকে প্রায় ৪০০০ প্রতিযোগী অংশগ্রহণ করবেন। বিশিষ্ট শিল্পপতি, বিদেশী বিনিয়োগকারীরা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন এখানে। এই প্রদর্শনীস্থলে ১০টি ভিন্ন প্যাভিলিয়ান তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: আদিবাসীদের উপর অকথ্য অত্যাচার, ৫৩ জনকে গুলি করে হত্যা! হিংসার আগুনে জ্বলছে দেশ

কোথায় এবং কতটা বিনিয়োগ হবে?

সর্বাধিক বিনিয়োগ হবে পশ্চিমাঞ্চলে। এই অঞ্চলে প্রায় ৫২ শতাংশ বিনিয়োগ প্রকল্প শুরু হবে, এরপর পূর্বাঞ্চলে হবে ২৯ শতাংশ বিনিয়োগ, মধ্যাঞ্চলে ১৪ শতাংশ বিনিয়োগ হবে এবং বুন্দেলখণ্ডে বিনিয়োগ হবে ৫ শতাংশ। এটি যোগী সরকারের চতুর্থ ভূমি পুজো অনুষ্ঠান। প্রথম তিনটি জিবিসিতে ২.১০ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ করা হয়েছিল।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর