ঠাসাঠাসি ভিড়ের মধ্যে আচমকাই ভেঙে পড়ল ভোপালের ফুট ওভারব্রিজ, আহত ৯

বাংলাহান্ট ডেস্কঃ ফের ফুট ওভারব্রিজ (foot over bridge) ভেঙ্গে পড়ার ঘটনায় আতঙ্কিত নিত্যযাত্রীরা। রেল (rail) চলাচল ব্যহত। ভোপাল (bhopal) রেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে ঘটে এই দুর্ঘটনাটি। ব্যস্ত সময়ে আচমকাই এই ঘটনায় এক চাঞ্চল্য সৃষ্টি হয়। এখনও অবধি পাওয়া খবরে জখম হয়েছেন ৯ জন, তবে মৃতের কোন পাওয়া যায়নি।

EQoRMFaU8AIXOt2

ট্রেনের জন্য অপেক্ষারত অবস্থায় দাঁড়িয়ে থাকা যাত্রীদের মধ্যে আচমকাই বিকট এক শব্দে ভেঙ্গে যায় রোজকার চেনা ছন্দ। স্টেশনের ফুট ওভারব্রিজের একটা বিরাট অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যাত্রীদের মাথার উপরেই। বৃহস্পতিবার সকালে ভোপাল রেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে ঘটে যায় এই দুর্ঘটনা। ট্রেনের জন্য যেসকল যাত্রী অপেক্ষা করছিলেন তাঁদের মধ্যে অনেকেই আহত হয়েছেন। হতাহতের কোন খবর না থকালেও আতঙ্ক ছড়িয়েছে সবার মধ্যে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরেই ওই ফুটব্রিজটি নড়বড়ে ছিল। সাড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েও কাজ করা হয়নি বলে জানায় তাঁরা। সকালের এই সময়টায় অফিস যাত্রীদের ভিড় থাকে প্ল্যাটফর্মে। আচমকাই ফুটব্রিজের মাঝের একটা অংশ ভেঙে পড়ে। যেসকল নিত্যযাত্রী ফুটব্রিজের উপর ছিলেন সেই সময় আতঙ্কে চিত্‍কার করে ওঠেন তাঁরা। ছুটোছুটি, হুড়োহুড়ি, দৌড়োদৌড়ি শুরু হয়ে যায় প্ল্যাটফর্মে।

ঘটনা প্রসঙ্গে রেলের তরফ থেকে জানানো হয়েছে, ফুটব্রিজের একটা স্ল্যাব খসে পড়েছে। তবে বড় ক্ষতি কিছু হয়নি। আহতদের চোটও খুব একটা বেশি নয় বলে জানানো হয়। পরিস্থিতির মোকাবিলা করার জন্য রেলের উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছেছেন ঘটনাস্থলে। ফুটব্রিজের ভেঙে পড়া অংশ খুব তাড়াতাড়ি সারিয়ে তোলার কথা বলেন তাঁরা। তবে কার গাফিলতি আছে, কি কারণে এই দুর্ঘটনা ঘটল সেটা প্রমাণ হলে শাস্তি দেওয়া হবে বলে জানান ভোপাল ডিভিশনের পিআরও আইএ সিদ্দিকি।

সম্পর্কিত খবর