‘আজ যে রাজা কাল সে ফকির’! পুজোর আগে নিঃস্ব ‘বাদাম কাকু’, কেমন আছেন ভুবন বাদ্যকর?

বাংলা হান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে রোজ কত মানুষই না ভাইরাল হন। তাদের মধ্যে কেউ কেউ মানুষের মনে চিরকালের মতো ঘর করে নেন। কিন্তু বেশিরভাগই একসময় হারিয়ে যান স্মৃতির ভিড়ে। এমনি এক ভাইরাল ব্যক্তিত্ব হলেন ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। বীরভূমের দুবরাজপুরের কুড়ালজুরি গ্রামের বাসিন্দা ভুবন জনপ্রিয় হন ‘কাঁচা বাদাম’ (Kancha Badam) গানের জন্য। তার স্বরচিত গান শোনেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া দুষ্কর।

খুব বেশিদিন নয়, গত বছরই এই সময় গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ছিল ভুবন কাকুর রমরমা। তবে বছর ঘুরতে না ঘুরতেই সব শেষ। কিন্তু তার খ্যাতি, প্রতিপত্তি যেভাবে বেড়েছিল তাতে মনে হয়েছিল নিজের প্রতিভার জোরে টিকে যাবেন ভুবন। কিন্তু শেষ পর্যন্ত ‘বাদাম কাকু’রও অবস্থা হল রানু মণ্ডলদের মতোই।

সোশ্যাল মিডিয়ার সৌজন্যে আজকাল মানুষের অজানা কিছুই নয়। খবর মেইনস্ট্রিম মিডিয়ায় পৌঁছানোর আগেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এমতাবস্থায় বাদামকাকুর জীবিকাও মানুষের অজানা নয়। বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা তিনি। একচিলতে মাটির ঝুপড়িতে তার বাস। সেখান থেকে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করতেন।

আরও পড়ুন : পুজোর আগেই সুখবর! ঘরে আলো করে এল দ্বিতীয় সন্তান, ছেলে না মেয়ে হল জিৎ-র

আর সেই সময়ই একটি গান লিখেছিলেন। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে তা নিমেষে ভাইরাল হয়ে যায়। এমনকি সেই গান দেশ ছাড়িয়ে পৌঁছে যায় বিদেশের মাটিতেও। তাবড় তাবড় সেলিব্রেটিরাও সেই গানে কোমর দুলিয়েছেন। কিন্তু এতকিছু তার ভাগ্যে সইলনা। হঠাৎ রকেটের গতিতে সফলতা পাওয়া ভুবনের পতন ঘটতেও বেশি সময় লাগলোনা।

আরও পড়ুন : প্রকাশ্যে ‘টাইগার থ্রী’র ট্রেলার, সলমনের অ্যাকশনকে ছাপিয়ে তোয়ালেতে বাজিমাত ক্যাটরিনার!

bhuban badyakar

অট্টালিকা বানিয়েছেন বটে, তবে ঠিক করে সেই অট্টালিকার সুখ ভোগ করতেও পারছেননা। তার আর্থিক অবস্থা এতটাই করুণ যে, পুজোয় নতুন জামাকাপড় কেনার ক্ষমতাও তার নেই। আসলে যে খাবার কেনার টাকা জোগাড় করতেও হিমশিম খায় তার কাছে জামাকাপড় কেনা বিলাসিতা বই আর কিছু না। আসলে এখন ভুবনের রোজকার বলতে কিছুই নেই। এমনকি তার গানের সত্বও এখন অন্য কারো কাছে। সংসারের যাবতীয় খরচ চলছে ছেলের রোজগার থেকেই। একজনের রোজগারে একটা গোটা সংসার চালানো কষ্টকর বলেই জানিয়েছেন তিনি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর