রিম্পির সঙ্গে নেচেকুঁদে ‘চু কিত কিত’! ভুবনের নতুন ভিডিও দেখে নেটিজেনদের মন্তব‍্য, গানের মান ইজ্জত গেল!

বাংলাহান্ট ডেস্ক: শুরুটা হয়েছিল ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) দিয়ে। এখন ‘চু কিত কিত’এ পৌঁছে গিয়েছেন ভুবন বাদ‍্যকর (Bhuban Badyakar)। দুবরাজপুরের বাসিন্দা ছাপোষা বাদাম বিক্রেতা ছিলেন ভুবন। কাঁচা বাদাম বিক্রি করেই চলত সংসার। একটি গান রাতারাতি ভাগ‍্য বদলে দেয় তাঁর। ভুবনের নিজের বাঁধা গান, মেঠো সুর ভাইরাল হয় ভুবন জুড়ে। এখন কাঁচা বাদামের জনপ্রিয়তা কমলেও নতুন নতুন গান এনে হাজির করছেন ‘শিল্পী’।

এই তালিকায় সাম্প্রতিক সংযোজন ‘চু কিত কিত কিত কিত, কাঁচা বাদাম সুপারহিট’। স্নেহা কর্মকার, যিনি বেশি পরিচিত ‘আলুপোস্ত বৌদি’ নামে, তাঁর সঙ্গেই নতুন মিউজিক ভিডিওতে নেচেকুঁদে গাইতে দেখা গিয়েছে ভুবনকে। কিছুদিন আগে মিউজিক ভিডিওটির ছোট্ট একটা ঝলক প্রকাশ‍্যে এসেছিল। সম্প্রতি সম্পূর্ণ ভিডিওটি মুক্তি পেয়েছে ইউটিউবে।

Bhuba
আলুপোস্ত বৌদির সঙ্গে ভুবন বাদ‍্যকর, জুটিটা জমে ক্ষীর! রসিকতায় মজেছেন নেটনাগরিকরা। অনেকের মতে, রিম্পি ওরফে স্নেহা কর্মকারই ভিডিওটি হিট করাতে পারেন। আবার অনেকে রীতিমতো বিরক্তিও প্রকাশ করেছেন। একজন লিখেছেন, গানের আর মান ইজ্জত থাকল না। আরেকজন মন্তব‍্য করেছেন, এই ধরণের সস্তার প্রচার করার জন‍্য এদের বয়কট করা উচিত।

প্রসঙ্গত, ভুবন বাদ‍্যকর আর রিম্পি দুজনেই সোশ‍্যাল মিডিয়ার ভাইরাল মানুষদের তালিকায় রয়েছেন। কিন্তু সে জনপ্রিয়তা ক্রমেই কমছে। তাই চর্চায় থাকার জন‍্য নিত‍্যনতুন কনটেন্ট আনছেন দুজনেই। তবে এটা একটু বেশি বেশিই হয়ে গেল বলে মনে করছেন অনেকেই। খ‍্যাতি পেতে ভুবনের মতো সহজ সরল মানুষকে টেনে নীচে নামানো হচ্ছে, মত একাংশের।

 

তবে জনপ্রিয়তাকে কাজেও লাগাতে শিখে গিয়েছেন ভুবন। গ্রামে গ্রামে ঘুরে বাদাম বিক্রি কবেই ছেড়ে দিয়েছেন। এখন গান গেয়েই টাকা রোজগার করেন ভুবন। সঙ্গে খুলেছেন একটি ইউটিউব চ‍্যানেল। তাতেও সাবস্ক্রাইবার সংখ‍্যা মন্দ নয়।


Niranjana Nag

সম্পর্কিত খবর