বাংলাহান্ট ডেস্ক: এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। বছর তিনেক আগে লতা মঙ্গেশকরের গান গেয়ে রানাঘাট থেকে মুম্বই উড়ে গিয়েছিলেন রানু মণ্ডল (Ranu Mondal)। তারপর তাঁর অবস্থা কী হয়েছিল সেটা তো সকলেরই জানা। এবার তাঁরই পথের পথিকৃৎ হয়ে স্বপ্ন রাজ্যে পাড়ি দিলেন ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। শুরুটা দুজনের এক রকম। পরবর্তীকালে কী হয় সেটাই দেখার।
নতুন গান রেকর্ড করার জন্য মুম্বই উড়ে গিয়েছেন ‘কাঁচা বাদাম’ গায়ক ভুবন বাদ্যকর। সংবাদ মাধ্যম সূত্রে খবর, শুক্রবার রাতে দুবরাজপুরের কুড়ালজুড়িতে নিজের বাড়ি থেকে কয়েকজন সঙ্গীকে নিয়ে মুম্বই রওনা দেন তিনি। কিছুদিন আগে নিজের গাড়ি দুর্ঘটনা নিয়ে বাঁধা ‘আমার নতুন গাড়ি’ গানটি রেকর্ড করতেই তিনি মুম্বই গিয়েছেন বলে খবর।
মুম্বই গিয়ে এক্কেবারে ভোল বদলে গিয়েছে বাদাম কাকুর। আধুনিক সাজে তাঁকে আগেও দেখা গিয়েছে। তবে এবার ভুবনকে দেখে চমক লাগবেই। কারণ তাঁর লুকটাই বদলে গিয়েছে। চুলে স্পাইক করা, গলায় দু তিনটে সোনালি চেন! পুরো ‘ইয়ো ইয়ো’ লুকে ধরা দিলেন ভুবন।
সংবাদ মাধ্যমকে ভুবন বলেন, এই প্রথম বার তিনি মুম্বই এলেন। খুব ভাল লাগছে। একদম অল্প বয়সী ছেলেদের মতো করে সাজিয়ে দিয়েছে তাঁকে। ‘আমার নতুন গাড়ি’ গানের রেকর্ডিং করেছেন তিনি। ভুবন জানান, হয়তো এক মাসের মধ্যেই চলে আসবে নতুন গান।
সম্প্রতি নিজে একটি সেকেন্ড হ্যান্ড চারচাকা কিনেছিলেন ভুবন। তাঁর ইচ্ছা, ছেলে গাড়ি চালিয়ে রোজগার করবে। সেই গাড়িটাই চালানো শিখছিলেন তিনি। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেওয়ালে ধাক্কা মারে ভুবনের গাড়ি। সেই গাড়ি দুর্ঘটনা নিয়েই আস্ত একখানা গান বানিয়ে ফেলেছেন ভুবন। কীভাবে দুর্ঘটনা ঘটল, ঈশ্বরের কৃপায় কীভাবে তিনি বেঁচে ফিরলেন সবটাই জানিয়েছেন সেই গানের সুরে। এবার মাজাঘষা রূপে গানটি শোনার অপেক্ষায় শ্রোতারা।