ভালোই আছে, সিরিয়াস কোনও সমস্যা নেই! মন্ত্রীমশাইকে ভর্তি নিতে ‘অস্বীকার’ ভুবনেশ্বর AIIMS-র

বাংলা হান্ট ডেস্কঃ ‘পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) কোনরকম গুরুতর সমস্যা নেই। ওনার ৪-৫ রকমের রোগ রয়েছে। তবে দ্রুত ছেড়ে দেওয়া হবে’, এদিন একাধিক শারীরিক পরীক্ষার পর অবশেষে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিল ভুবনেশ্বর এইমস (Bhubaneswar Aiims)। সবকিছু ঠিকঠাক থাকলে আজ-ই ছেড়ে দেওয়া হতে চলেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) মহাসচিব তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)।

উল্লেখ্য, গত শনিবার স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। পরবর্তীতে, আদালতে অসুস্থ হওয়ার পর এসএসকেএম-এ ভর্তি করা হয় তৃণমূল নেতাকে। তবে গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই এয়ার অ্যাম্বুলেন্সে করে পার্থকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরে। এদিন বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা শেষে এইমসের ডিরেক্টর এক্সিকিউটিভ ডা. আশুতোষ বিশ্বাস জানান, “পার্থ চট্টোপাধ্যায়ের বেশ কয়েক রকমের রোগ রয়েছে। অনেক দিন ধরেই উনি ওষুধ খেয়ে চলেছেন। তবে এক্ষেত্রে গুরুতর কোন সমস্যা নেই। যত দ্রুত সম্ভব ছেড়ে দেওয়া হবে।”

এইমস সূত্রের খবর, এদিন পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি করার পর পালস রেট, ওজন, উচ্চতা সহ একাধিক বিষয় জানা হয়। পরবর্তীতে অন্যান্য শারীরিক পরীক্ষা করার পর এইমসের পক্ষ থেকে জানানো হয়, “পার্থ চট্টোপাধ্যায় বেশ কয়েক সময় ধরেই একাধিক সমস্যায় ভুগে চলেছেন। এক্ষেত্রে উনি যেরকম ওষুধ নেন, সেগুলো খেতে হবে। তবে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করার কোন প্রয়োজন নেই।”

partha bhub

প্রসঙ্গত আদালতে অসুস্থতা অনুভব করার পর প্রথমে এসএসকেএম-এ ভর্তি করা হয় তৃণমূল কংগ্রেস মন্ত্রীকে। তবে পরবর্তীতে ইডির তরফ থেকে আদালতে দাবি জানানো হয় যে, এসএসকেএম হাসপাতাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতা করছে না এবং এক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর এইমস-এ ভর্তি করানোর আবেদন জানায় তারা। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে উড়িষ্যায় নিয়ে যাওয়া হয় পার্থকে আর বর্তমানে হাসপাতালের নির্দেশের উপর এবার তৃণমূল নেতাকে উড়িষ্যা থেকে পুনরায় বাংলাতে নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে।


Sayan Das

সম্পর্কিত খবর