‘হট’ দৃশ্যে নজর কাড়তে চলেছেন ‘তেরে নাম’-এর এই চল্লিশোর্দ্ধ নায়িকা

বাংলাহান্ট ডেস্ক: ভূমিকা চাওলাকে মনে আছে নিশ্চয়ই? সলমন খানের ‘তেরে নাম’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। দক্ষিণী ছবির বেশ জনপ্রিয় মুখ ভূমিকা। চল্লিশের এই নায়িকা নতুন করে ‘কামব্যাক’ করেছেন তেলুগু ছবির জগতে। ইতিমধ্যেই MCA,  ইউ টার্ন, সব্যসাচী সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। তবে এবার তাঁকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন ভূমিকায়। অনলাইন সিরিজে ‘হট’ দৃশ্যে অভিনয় করতে চলেছেন তিনি।

সম্প্রতি জানা গিয়েছে, তাঁর আগামী ওয়েব সিরিজে বেশ কয়েকটি উষ্ণতাপূর্ণ দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে ভূমিকাকে। একটি সাক্ষাৎকারে নিজেও এই খবরের সত্যতা প্রমাণ করেছেন অভিনেত্রী। তিনি জানান, ওয়েব সিরিজের কাহিনির খাতিরেই এই দৃশ্যে অভিনয় করতে হচ্ছে তাঁকে।

dbd2340f 90b1 4807 9502 f549cd220e1b

‘অল ইলিউশনস:সব ভ্রম’ নামে ওই ওয়েব সিরিজে ভূমিকা ছাড়াও দেখা যাবে কালকি কোয়েচলিনকে। এক ঔপন্যাসিকের জীবনে ট্রমা পরবর্তী ঘটনাবলী নিয়েই তৈরি এই ওয়েব সিরিজের চিত্রনাট্য।

জন্মগত ভাবে পাঞ্জাবি হলেও দক্ষিণী ছবি দিয়েই কেরিয়ার শুরু করেন ভূমিকা চাওলা। অভিনয় জগতে প্রবেশ করার পরেই বেশ জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এরপরেই ‘তেরে নাম’ ছবিতে সলমন খানের সঙ্গে অভিনয় করেন ভূমিকা। তারপর আরও বেশ কয়েকটি হিন্দি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। বদ্রী, কুশি, ওক্কাডু, মিসাম্মা, গান্ধী, মাই ফাদার সহ আরও অনেক ছবিতেই অভিনয় করছেন তিনি। তবে কোনও ছবিই বক্স অফিসে তেমন ছাপ ফেলতে পারেনি। ভূমিকাকে শেষবার দেখা যায় নান্দামুরি বালাকৃষ্না অভিনীত অ্যাকশন ছবি ‘রুলার’-এ। গতকাল অর্থাৎ ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে এই ছবি।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর