নজরে শিলিগুড়ি, ভুটানের পিঠে ছুরি মেরে গ্রামে দখল চীনের! সমস্যা বাড়ল ভারতের

বাংলা হান্ট ডেস্ক : কিছুদিন আগেই খবর মিলেছিল সীমান্ত সংক্রান্ত সমস্যা মেটাতে তৎপর হচ্ছে চিন (China) ও ভুটান (Bhutan)। তারমধ্যেই খবর, ভুটান সীমান্তে অবৈধ নির্মাণ চালিয়ে যাচ্ছে বেজিং (Beijing)। সূত্রের খবর, ভুটানের বেউল খেনপাজং-এ (Beyul Khenpajong) একটি গ্রামকে পুরোপুরি নিজের দখলে করে ফেলেছে ড্রাগন সেনা। সেখানে তৈরি হয়েছে রাস্তা, বাড়িঘর, সেনা চৌকি। আশেপাশের আরও এলাকাও নাকি দখল করা শুরু করেছে চিনের লাল ফৌজ।

প্রসঙ্গত উল্লেখ্য, চিনের দখল করা এই গ্রামটি ভুটানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শোন যাচ্ছে, এই গ্রামটি মূলত ভুটানের রাজপরিবারের। তা সত্বেও তারা চিনের অবৈধ নির্মাণ আটকাতে পারছেনা। ইতিমধ্যেই প্রায় ২০০-র বেশি নির্মাণ করে ফেলেছে লাল ফৌজ। সম্প্রতি স্যাটেলাইটের মাধ্যমে দেখা গেছে, এখানে একাধিক একতলা এবং বহুতল ভবন রয়েছে। শয়ে শয়ে মানুষের বসতি শুরু হয়েছে এখানে।

সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অধ্যাপক রবার্ট বার্নেট। তিনি বলেছেন, ‘চিন এমন একটি প্রতিবেশীর জমি দখল করছে যার হয়ে প্রতিবাদ করার মানুষের সংখ্যা খুবই কম। এই এলাকাটি ভুটানের জন্য সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ।’ আসলে ভুটানের জনসংখ্যা মাত্র ৮ লাখের কাছাকাছি। এমন পরিস্থিতিতে ভুটানের পক্ষে ড্রাগন সেনার বিরুদ্ধে লড়াই করা বেশ কঠিন।

আরও পড়ুন : ‘ভারতই প্রকৃত বন্ধু, আমাদের আশ্রয় দিয়েছিল’, ভোট দিয়ে নয়া দিল্লির প্রশংসায় পঞ্চমুখ শেখ হাসিনা

যদিও ভারতে ভুটানের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ওয়েটসপ নামগ্যাল জানিয়েছেন, ‘চলমান সীমান্ত আলোচনা নিয়ে গণমাধ্যমে কথা না বলাই আমাদের নীতি। আমি বলতে চাই যে সীমান্ত আলোচনা চলাকালীন আমরা সবসময় ভুটানের আঞ্চলিক স্বার্থ বজায় রাখব এবং রক্ষা করব।’ প্রসঙ্গত উল্লেখ্য, চিনের এই আগ্রাসন নীতির সরাসরি প্রভাব পড়বে ভারতের উপরেও।

আরও পড়ুন : ‘ব্রিগেড ভালো হবে’, মীনাক্ষীদের হাত ধরে বড় বার্তা অসুস্থ বুদ্ধদেবের

231231220458 xi jinping 122923

আসলে ভুটানের উপত্যকা থেকে অরুণাচল প্রদেশের সীমান্তের দূরত্ব বেশি নয়। ইতিমধ্যেই আমু চু নদীর তীরে মোট তিনটি গ্রাম তৈরি করে ফেলেছে ড্রাগন সেনা। এখন চিনের আগ্রাসন বেড়ে চললে চিনা সেনা খুব সহজেই শিলিগুড়ি করিডর-এর উপরে নজরদারি চালাতে পারবে। এদিকে ভারতের জন্য শিলিগুড়ি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকেই উত্তরপূর্বের রাজ্য গুলির সাথে ভারতের বাকি রাজ্যের যোগাযোগ স্থাপন করা হয়। এখন ভুটান চিনের আয়ত্তে চলে এলে পূর্ব ভারতের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলবে বেজিং।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর