বাংলাহান্ট ডেস্ক: করোনা (corona) আক্রান্ত হলেন জনপ্রিয় ইউটিউবার (youtube) ভুবন বাম (bhuvan bam)। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। করোনা পরীক্ষা করানোর পর রিপোর্ট পজিটিভ আসে তাঁর। সোশ্যাল মিডিয়ায় এই খবর নিজেই জানিয়েছেন তিনি। সেই সঙ্গে অনুরাগীদের বলেছেন সতর্ক থাকতে এই ভাইরাসের থেকে।
এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দুটি স্টোরি পোস্ট করেন ভুবন। সেখানে তিনি জানান, গত কয়েকদিন ধরেই তাঁর শরীর অসুস্থ ছিল। করোনা পরীক্ষা করাতে রিপোর্ট আসে পজিটিভ। তিনি আরো লেখেন, ‘এই ভাইরাসকে হালকা ভাবে নেবেন না। মাস্ক পরুন, স্যানিটাইজ করতে থাকুন ও সামাজিক দূরত্ব বজায় রাখুন। সব ঠিক থাকলে এখানেই দেখা হবে।’
ভুবন বামের এই বার্তার পরেই চিন্তায় পড়েছে তাঁর অসংখ্য অনুরাগীরা। ইউটিউবার হিসাবে তাঁর বেশ নামডাক রয়েছে। ভুবনের কোভিড পজিটিভ হওয়ার খবরে কপালে ভাঁজ তাঁর গুণমুগ্ধদের। এখন তাদের প্রার্থনা যেন দ্রুত সুস্থ হয়ে ফের আগের মেজাজে ফিরে আসেন ভুবন বাম।
প্রসঙ্গত, জেন ওয়াই এর কাছে ভুবন বাম নামটা খুবই পরিচিত। বিবি কি ভাইনস নামে ইউটিউব চ্যানেল চালান তিনি। মজাদার ভিডিও বানিয়ে ইউটিউব তো বটেই, অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও প্রচুর জনপ্রিয়তা পেয়েছেন। দিন দিন তাঁর জনপ্রিয়তা বেড়েই চলেছে। ইতিমধ্যেই ইউটিউবে ১৯ মিলিয়নেরও বেশি ফলোয়ার হয়ে গিয়েছে ভুবনের।
প্রথমে রেস্তোরাঁয় গায়ক হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন ভুবন বাম। তারপর ইউটিউবে ভিডিও বানাতে শুরু করেন তিনি। ধীরে ধীরে বাড়তে থাকে জনপ্রিয়তা। তাঁর সহজ অথচ মজাদার ভিডিওর বিষয়বস্তুই তাঁকে এত জনপ্রিয়তা এনে দিয়েছে। ৩০টি ব্র্যান্ডের হয়ে কাজ করে ফেলেছেন ভুবন। এমনকি বলিউডেও পৌঁছে গিয়েছেন তিনি। করণ জোহরের সঙ্গে স্ক্রিন শেয়ারও করেছেন। তাঁর কথায়, ইউটিউবের ধর্মা প্রোডকশনস হতে চান তিনি।