ভারতের হারের সবথেকে বড় ভিলেন হয়ে দাঁড়ালেন এই ক্রিকেটার, বাদ পড়তে পারেন আগামী ম্যাচে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ৩১ রানে হারতে হয়েছে ভারতীয় দলকে। কালকে এই পরাজয়ের সবচেয়ে বড় কারণ হল মিডল অর্ডারের ব্যর্থতা। তারপরেও একজন ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখানে বলা হচ্ছে ভুবনেশ্বর কুমারের কথা। কাল তার পারফরম্যান্স এতটাই খারাপ ছিল যে প্রথম ওয়ান ডেতে ভারত দক্ষিণ আফ্রিকার ব্যাটিংকে একটি নির্দিষ্ট সময় অবধি দাবিয়ে রাখলেও তারা স্কোরবোর্ডে বড় রান তুলে ফেলে। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ থেকে তাকে দল থেকে বাদ দেওয়াও হতে পারে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ভুবনেশ্বর কুমার বাদ পড়লে তার জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণ-কে সুযোগ দেওয়া হতে পারে। গতকাল দক্ষিণ আফ্রিকার ইনিংসের ডেথ ওভারগুলিতে তিনি অনেক রান করছি করেছেন। ম্যাচে ভুবনেশ্বর কুমার মোট ১০ ওভার হাত ঘুরিয়ে ৬৪ রান দেন। বল হাতে কোনও উইকেটও পাননি তিনি।

bhuvneshwar kumar

কাল যদিও বুমরা ছাড়া কেউই ভালো বোলিং করতে পারেননি। মাঝের ওভারগুলিতে অশ্বিন এবং চাহালের স্পিন জুটিও উইকেট তুলতে ব্যর্থ হন। শার্দূল ঠাকুরও ডেথ ওভারগুলিতে বিশ্রীভাবে রান খরচ করেছেন। যদিও পরবর্তীকালে ব্যাট হাতে কিছুটা লড়াই করে বোলিংয়ের দোষ ত্রুটিগুলিকে ঢাকার চেষ্টা করেছেন তিনি।

কালকের এই হারের জন্য দায়ী ভারতীয় মিডল অর্ডারও। ছয় জন প্রথম সারির ব্যাটার নিয়ে কাল মাঠে নেমেছিলেন রাহুল। কোহলি এবং ধাওয়ান ভিত গড়লেও তার ওপর জয়ের ইমারত গড়তে ব্যর্থ হন শ্রেয়স, রিশভ, ভেঙ্কটেশরা।


Reetabrata Deb

সম্পর্কিত খবর