ভুবনেশ্বর কুমার এবং ১৯ তম ওভার ক্রমশই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে রোহিত শর্মার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এশিয়া কাপের খারাপ পারফরম্যান্স ভুলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাটিতে আয়োজিত টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াবে ভারত, এমনটাই আশা করেছিল ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কিন্তু বাস্তবে তেমনটা হলো না। মোহালির ব্যাটিং বান্ধব উইকেটে ভারতকে ডোবালো পেসারদের ব্যর্থতা। ব্যাট হাতে হার্দিক পান্ডিয়া, লোকেশ রাহুল এবং বল হাতে অক্ষর প্যাটেলের চেষ্টা সত্ত্বেও ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।

প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেছিল অজিরা। কিন্তু উমেশ যাদব প্রথমে প্রচন্ড মার খাওয়ার পর নিজের দ্বিতীয় স্পেলে দ্বিতীয় ওভার করতে এসে চার গোলের ব্যবধানে স্টিভ স্মিথ এবং গ্লেন ম্যাক্সওয়েলকে ফিরিয়ে দিয়ে খেলা ঘুরিয়ে দিয়েছিলেন। অক্ষর প্যাটেল দুর্দান্ত ও কৃপণ বোলিং করে তিনটি উইকেট নিয়ে ভারতকে ম্যাচে রেখেছিলেন। শেষ ৪ ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল ৫৯ রানের।

axar dk

কিন্তু এই সময় থেকেই একার হাতে খেলা ঘোরাতে শুরু করেন ম্যাথু ওয়েড। এক বছর আগে বিশ্বকাপ সেমিফাইনালে যে ভঙ্গিতে তিনি শাহীন শাহ আফ্রিদির বোলিংয়ের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করেছিলেন, ঠিক তেমন ভঙ্গিতেই কাল তিনি ব্যাট করলেন ভুবনেশ্বর, হর্ষলদের বিরুদ্ধে। ফলস্বরূপ ৪ বল বাকি থাকতেই জয় পায় অস্ট্রেলিয়া।

কাল নিজের শেষ দুই ওভারে মিলিয়ে ৩১ রান দিয়েছেন ভুবনেশ্বর কুমার। বাকি ম্যাচে ভালো বোলিং করে নিজের শেষ ওভারে ২২ রান দিয়েছেন হর্ষল প্যাটেল। ভারতের ডেথ বোলিং সমস্যা এখনো অবধি মেয়েটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কাল তিন বছর পরে দলে প্রত্যাবর্তন করা উমেশ যাদব শুরুতে এতটাই খারাপ বোলিং করে যে নিজের দ্বিতীয় ওভারে ২ উইকেট পাওয়া সত্ত্বেও তাকে বোলিংয়ে আনার ঝুঁকি নেননি রোহিত।

বিশেষ করে ভুবনেশ্বর কুমারের ডেট বোলিংয়ে অফফর্ম অত্যন্ত ভোগাচ্ছে ভারতীয় দলকে। বুমরা না ফিরলে ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার হিসেবে তাকেই এই ওভারগুলিতে বোলিং করার দায়িত্ব দেওয়া হচ্ছে। কিন্তু ভারতের শেষ চার ম্যাচে তিনবার ১৯ তম ওভারে বোলিং করে যথাক্রমে ১৯, ১৪ এবং গতকাল ১৬ রান খরচ করেছেন ভুবি। অস্ট্রেলিয়ার মাটিতে ওভারে যে অন্তত ভুবনেশ্বর কুমারের ওপর ভরসা রাখা যাবে না তা পরিষ্কার হয়ে গিয়েছে। শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে যদি বুমরা প্রত্যাবর্তন না করতে পারেন, তাহলে অর্শদীপকে সুযোগ দিতে পারেন রোহিত।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর