বাংলা হান্ট ডেস্কঃ চাকরিহারা শিক্ষকদের একাংশ সোমবার ‘SSC ভবন অভিযান’-এর ডাক দিয়েছে। তবে এই মিছিল ঘিরে বড়সড় আশঙ্কা প্রকাশ করেছে বিধাননগর পুলিশ (Bidhannagar Police)। তাঁদের দাবি, আন্দোলনকারীরা নাকি পুলিশ ও সরকারি কর্মীদের উপর হামলার পরিকল্পনা করেছে।
হামলার ছক করছে চাকরিহারারা, বিস্ফোরক দাবি বিধান নগর পুলিশের (Bidhannagar Police)
বিধাননগর কমিশনারেট (Bidhannagar Police) জানিয়েছে, “সোমবার হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা করা হয়েছে। পুলিশকে বোমা মারা ও পাথর ছোড়া, আগুন লাগিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সকেট বোমাও ব্যবহার করা হতে পারে।” রবিবার এক সাংবাদিক বৈঠকে কমিশনারেট একটি অডিও টেপ প্রকাশ করে দাবি করেছে, আন্দোলনকারীরা ফোনালাপে হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে।
ডিসিপি অনিশ সরকার জানিয়েছেন, ইন্টারসেপ্ট করা ওই ফোনালাপে শোনা গিয়েছে, আন্দোলনে পাথর, পেট্রল নিয়ে আসার কথা বলা হয়েছে। পুলিশ ও সরকারি কর্মীদের লক্ষ্য করে বোমা মারার কথাও উঠে এসেছে। এমনকি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্রকে সকেট বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার কথাও শোনা গিয়েছে ওই অডিও রেকর্ডে। যদিও এই অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
অন্যদিকে, আন্দোলনকারীদের পক্ষ থেকে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, “গত শুক্রবার আমাদের এক সহকর্মীর মৃত্যু হয়েছে। সেই ঘটনার প্রতিবাদেই আমরা SSC অভিযানের ডাক দিয়েছি। SSC চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করাই আমাদের উদ্দেশ্য। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে, সেটা মিথ্যে। আমাদের আন্দোলনকে কালিমালিপ্ত করতেই এই চক্রান্ত।”
চাকরিহারা শিক্ষকদের এই আন্দোলন ঘিরে উত্তেজনা ইতিমধ্যেই চড়ছে। পুলিশ (Bidhannagar Police) কড়া নজরদারির আশ্বাস দিলেও, সোমবারের মিছিল ঘিরে পরিস্থিতি কোন পথে মোড় নেবে, এখন সেদিকেই তাকিয়ে সকলেই।