পুজোর অনুমতি পেতে হলে কী কী জমা দিতে হবে পুজো কমিটিকে? জানিয়ে দিল বিধাননগর পুলিশ

Published on:

Published on:

Bidhannagar Police Issues Durga Puja 2025 Guidelines

বাংলা হান্ট ডেস্কঃ হাতেগোনা আর ক’টা দিন। তার পরেই শুরু হতে চলেছে বাঙালির সর্বজনীন উৎসব দুর্গাপুজো (Durga Puja 2025)। ইতিমধ্যেই মণ্ডপ তৈরি থেকে কেনাকাটা, সব কিছুই চলছে জোরকদমে। তবে উৎসব যাতে নির্বিঘ্নে কাটে, সে জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারও। দুর্গাপুজোর সময়ে ভিড় নিয়ন্ত্রণে রাখতে বিশেষ নির্দেশিকা জারি করেছে বিধাননগর পুলিশ।

পুজো (Durga Puja 2025) কমিটিগুলোকে আলাদা শৌচাগার থেকে আলোর ব্যবস্থা সহ একাধিক নির্দেশ

চলতি বছরে সমস্ত পুজো (Durga Puja 2025) কমিটিগুলোকে মণ্ডপ ও সংলগ্ন এলাকায় পুরুষ ও মহিলাদের জন্য পৃথক শৌচাগার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত আলোর ব্যবস্থার কথাও বলা হয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, গত বছর থিমের প্রয়োজনে অনেক মণ্ডপে আলো কম ছিল, ফলে দর্শনার্থীরা সমস্যায় পড়েছিলেন। এ বছর যাতে তা না হয়, সে জন্য আগেই বৈঠক করা হচ্ছে। বিমানবন্দর, বিধাননগর ও নিউ টাউন এলাকার সমস্ত পুজো কমিটির কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, এবারে প্রত্যেক পুজো কমিটিকে পুজোর পরিকল্পনা জমা দিতে হবে। সেই অনুযায়ী, আগামী ২১ অগস্ট থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে বিধাননগর পুলিশের ওয়েবসাইটে এই পরিকল্পনা জমা দেওয়ার কাজ সম্পন্ন করতে হবে। পরিকল্পনায় পুজো কমিটির সম্পাদকের নাম ও যোগাযোগ নম্বর, জমির মালিকের সম্মতিপত্র, মণ্ডপের স্কেচ ম্যাপ এবং ভিড় নিয়ন্ত্রণ পরিকল্পনা জমা দিতে হবে।

পুজো মণ্ডপগুলিতে নিরাপত্তায় একাধিক ব্যবস্থা জারি

এ বছর পুজো মন্ডপগুলিতে নিরাপত্তা ব্যবস্থার জন্য একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে—

  • মণ্ডপে প্রবেশ ও প্রস্থানের জন্য পৃথক গেট থাকতে হবে।
  • প্রস্থানের গেট প্রবেশদ্বারের দ্বিগুণ চওড়া হতে হবে।
  • পুরুষ ও মহিলাদের জন্য আলাদা প্রবেশপথ রাখা জরুরি।
  • অগ্নিনির্বাপক যন্ত্র, পুলিশ ও দমকল বুথ রাখতে হবে।
  • সিসিটিভি ক্যামেরা এমন হতে হবে যাতে ১৫ দিনের রেকর্ড সংরক্ষণ হয়। অন্তত একটি ক্যামেরা অবশ্যই বাইরে বসাতে হবে।

Bidhannagar Police Issues Durga Puja 2025 Guidelines
আরও পড়ুনঃ তিন বছরের দীর্ঘ প্রক্রিয়া, দত্তক নিতে আগ্রহ হারাচ্ছেন বাবা-মায়েরা, দ্রুত সংস্কারের পরামর্শ সুপ্রিম কোর্টের

অন্যান্য নিয়ম

পুজো (Durga Puja 2025) কমিটিগুলিকে আগের বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হবে। রাত ১০টার পর থেকে ডিজে বা লাউডস্পিকার বাজানো যাবে না। জোর করে চাঁদা তোলা নিষিদ্ধ। পাশাপাশি বিসর্জনের রুট, সময় ও অংশগ্রহণকারীদের নাম আগে থেকে জমা দিতে হবে। পরে কোনও পরিবর্তন করা যাবে না। প্রতিটি মণ্ডপে পুলিশ ও দমকলের জরুরি ফোন নম্বর ঝোলানো বাধ্যতামূলক।