বাংলাহান্ট ডেস্ক: বিশ্বের তামাম উদবাস্তুদের নিয়ে বিচলিত হলেও ভারতের রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে কাশ্মীরি পণ্ডিতরা চিরদিন ব্রাত্যই থেকে গিয়েছেন। সেই ক্ষোভ এবার শোনা গেল বলিউডের পরিচালক বিধু বিনোদ চোপড়ার মুখে। তাঁর আগামী ছবি ‘শিকারা’তে কাশ্মীরি পণ্ডিতদের কাহিনিই তুলে ধরেছেন তিনি।
সম্প্রতি সেই ছবিরই প্রচারের অনুষ্ঠানে এসেছিলেন বিধু বিনোদ চোপড়া। কাশ্মীরি পণ্ডিতদের জীবন ও সমস্যা নিয়েই তৈরি এই ছবি। আসলে বিধু বিনোদ নিজেও একজন কাশ্মীরি পণ্ডিত। তাই কাশ্মীরিদের সমস্যার বিষয়টা খুবই ভাল করে জানেন তিনি। সেটাই ছবির মাধ্যমেই তুলে ধরতে চেয়েছেন পরিচালক। প্রচারে এসে বিধু বিনোদ চোপড়া বলেন, “কাশ্মীরি পণ্ডিতরা ভিখারি না। তারা সরকারের কাছে হাত পাতেনি। যা করেছে নিজের পায়ে দাঁড়িয়েই করেছে।”
নয়ের দশকের স্মৃতি এখনও তাজা হয়ে রয়েছে পরিচালকের মনে। তাঁর কথায়, “আমাদের ঘরবাড়ি কেড়ে নেওয়া হয়েছিল। নিজেদের ইচ্ছাশক্তির জোরেই ঘুরে দাঁড়িয়েছি আমরা। এরকম গল্প বলার জন্য সাহসের প্রয়োজন। কাশ্মীরি পণ্ডিতদের জন্য কেউ কেউ করুণা করবে, কেউ কেউ আহা উহু করবে। বলবে, ওদের সঙ্গে কী খারাপটাই না হয়েছে। এমন ছবি আমি বানাতে চাই নি। ছবির মাধ্যমে দেখাতে চেয়েছি কীভাবে তাঁরা ঘুরে দাঁড়িয়েছে।”
নয়ের দশকে উপত্যকা থেকে কয়েক লক্ষ কাশ্মীরি পণ্ডিতদের তাড়িয়ে দেয় বিচ্ছিন্নতাবাদীরা। একের পর এক ধর্ষণ, গণহত্যার জন্য নিজেদের ভিটেমাটি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয় কাশ্মীরি পণ্ডিতরা। এই প্রেক্ষাপটেই এক কাশ্মীরি যুগলের প্রেমকাহিনি ফুটিয়ে তুলেছেন বিধু বিনোদ চোপড়া। অভিনয় করেছেন সাদিয়া ও আদিল খান। আগামী ৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘শিকারা: দ্য আনটোল্ড স্টোরি অফ কাশ্মীরি পণ্ডিতস’।