বাংলাহান্ট ডেস্ক: ছেঁড়া পোশাক, ক্ষতবিক্ষত শরীর থেকে ঝড়ে পড়ছে রক্ত, এলো চুলে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী বিদিতা বাগ। হাতে একটি প্ল্যাকার্ড, যাতে লেখা ‘একজন পুরুষ যিনি বলেছেন অনুমতি নেওয়া তার স্টাইল নয়’। এভাবেই ধর্ষনের বিরুদ্ধে গর্জে উঠলেন বিদিতা।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। নিজের নতুন লুক দর্শকদের জন্য উন্মোচিত করতে চলেছেন তিনি। এমনটাই দেখানো হয়েছে ভিডিওর প্রথমে। তারপরেই ধাক্কা। বর্তমান সময়ের এমন একটা জ্বলন্ত ইস্যুকে এই অভিনব উপায়ে তুলে ধরার বিষয়টা আগে খুব কম মানুষেরই মাথায় এসেছে। নেটিজেনরা সাধুবাদ জানিয়েছে বিদিতাকে এর জন্য। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সম্মতি? ও বলল কিসের সম্মতি? এটা আমার অধিকার। যখন ধর্ষিত হতেই হবে তখন চুপচাপ সেটাকে মেনে নেওয়াই উচিত। তাও আমি উঠে দাঁড়িয়েছি, সত্ত্বাহীন একটা শরীর, আমি একজন নারী’।
https://www.instagram.com/p/B62hmTllakK/?utm_source=ig_web_copy_link
ফ্যাশন ডিজাইনার সোমা সরকারের চিন্তায় ও ক্যামেরায় উঠে এসেছে এই ভাবনায়। প্রস্থেটিক মেকআপ করেছেন রাজেশ চৌহান। জানা গিয়েছে, ধর্ষনের বিরুদ্ধে একটি ক্যাম্পেনের অংশ হিসাবেই এই ভিডিও শুট করেছেন বিদিতা।
নেটদুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে বিদিতার এই পোস্ট। নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে।