এখনও ছবিই মুক্তি পেল না, তার আগেই থরে থরে জমা পড়ল অভিযোগ, ‘ধূমকেতু’ ঘিরে প্রতারণা চক্র!

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘদিন আলাদা হয়েছে তাঁদের পথ। মুখ দেখাদেখিও একরকম বন্ধ। বিগত ৯ বছরে একবার মাত্র মুখোমুখি হয়েছেন দুজনে, তাও নাকি ওই পরিস্থিতি হবে জানতেন না। কিন্তু একসময় তাঁরাই ছিলেন টলিউডের সবথেকে ‘হ্যাপেনিং’ জুটি। দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Dev-Subhashree), এত বছর পরেও তাঁদের একসঙ্গে দেখার জন্য উন্মাদনা মাত্রা ছাড়া। এমনকি ছবি মুক্তির আগেই শুরু হয়েছে প্রতারণার ব্যবসা!

কবে একসঙ্গে দেখা যাবে দেব শুভশ্রীকে (Dev-Subhashree)?

আগামী ৪ ঠা অগাস্ট প্রকাশ্যে আসবে ‘ধূমকেতু’র ট্রেলার। এতদিন ছবির প্রচারে আলাদা আলাদা ভাবেই দেখা যাচ্ছিল দেব শুভশ্রীকে (Dev-Subhashree)। একসঙ্গে ছবিতে অভিনয় করলেও প্রচারে প্রাক্তন জুটিকে একত্রে দেখতে পাচ্ছেন না অনুরাগীরা। প্রত্যেকেরই একই প্রশ্ন, কবে দেখা যাবে দেব শুভশ্রীকে (Dev-Subhashree) একসঙ্গে?

Big allegations regarding dev-subhashree dhumketu movie

বিলি হচ্ছে প্রবেশপত্র: সম্প্রতি তাঁদের প্রশ্নের জবাব এসেছে। ধূমকেতুর ট্রেলার লঞ্চের দিনই একসঙ্গে মঞ্চে ধরা দিতে পারেন নায়ক নায়িকা। নজরুল মঞ্চে হবে ট্রেলার লঞ্চ। সেই উপলক্ষে প্রায় দু হাজার দর্শকের বসার জায়গা করা হবে। জানা গিয়েছে, দেব শুভশ্রীকে (Dev-Subhashree) এদিন সামনাসামনি দেখতে কোনও টাকাই লাগবে না দর্শকদের। সেই মতো জেলায় জেলায় চলছে প্রবেশপত্র বিলি।

আরও পড়ুন : আমূল বদলে যাচ্ছে নিয়ম, SIR জল্পনার মাঝেই ভোটার কার্ড নিয়ে এল বড় আপডেট

উঠেছে একগুচ্ছ অভিযোগ: এদিকে অভিযোগ উঠেছে, বিভিন্ন জায়গায় নাকি ‘কালোবাজারি’ চলছে প্রবেশপত্র নিয়ে। অনেক জায়গায় নাকি চড়া দামে বিক্রি হচ্ছে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের প্রবেশপত্র। অথচ এই প্রবেশপত্র সম্পূর্ণ বিনামূল্যে মিলবে বলেই জানিয়েছিলেন নির্মাতারা। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে মিলবে এই পত্র।

আরও পড়ুন : পিলারে ফাটল থেকে এত বড় দুর্ভোগ! কবি সুভাষ মেট্রো স্টেশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কর্তৃপক্ষের

এ বিষয়ে প্রযোজক রানা সরকার বলেন, অনেকগুলি অভিযোগই জমা পড়েছে। যাঁরা এমন অনৈতিক কাজ করছে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রযোজক আরও বলেন, ছবি দেখতে যাওয়ার সময় টিকিট কেটে যাবেন। কিন্তু ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের জন্য টিকিট কাটার কোনও প্রয়োজন নেই।