Indian Army: ভারতীয় সেনাকে ঢেলে সাজাতে ১.৪৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ, মঞ্জুর ১০ প্রস্তাব

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) শক্তি আরো বাড়াতে এবং বিভিন্ন আধুনিক সুরক্ষা উপকরণ দিয়ে ঢেলে সাজাতে এবার বড় পদক্ষেপ গ্রহণ করল প্রতিরক্ষা মন্ত্রক (Defence Ministry)। ৩ রা সেপ্টেম্বর, মঙ্গলবার ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের বৈঠকে আধুনিক কমব্যাট ভেহিকলের মতো সুরক্ষা উপকরণ কেনার বিষয়ে ১০ টি প্রস্তাবকে অনুমোদন দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। এই সমস্ত উপকরণ কিনতে ১.৪৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে খবর।

ভারতীয় সেনার (Indian Army) জন্য বরাদ্দ বড় বাজেট

এদিন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের বৈঠকে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) ট্যাঙ্ক ফ্লিটের জন্য অত্যাধুনিক ফিউচার রেডি কমব্যাট ভেহিকলস কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। জানা যাচ্ছে, এতে ফাইটার ট্যাঙ্কের গতি আরো দ্রুত হবে। দুর্গম স্থানে যাওয়ার ক্ষমতা, বহুস্তরবিশিষ্ট সুরক্ষার মতো একাধিক সুযোগ সুবিধা পাওয়া যাবে এতে।

আরো পড়ুন : China: ভারতকে রুখতে বড় চাল চিনের, iPhone 16 এর লঞ্চ নিয়ে বিরাট সিদ্ধান্ত জিনপিং প্রশাসনের

মঞ্জুর হল একগুচ্ছ প্রস্তাব

বৈঠকে বায়ু রক্ষা অগ্নি নিয়ন্ত্রণ রাডার কেনার উপরেও অনুমোদন দেওয়া হয়েছে। কী কাজ করবে এই রাডার? জানা যাচ্ছে, আকাশে কোনো লক্ষ্য নির্ধারণ করে তা ট্র্যাক করতে পারে এই রাডার। ফরোয়ার্ড রিপেয়ার টিমের জন্যও অনুমোদন করা হয়েছে এই প্রস্তাব। এটি আর্মর্ড ভেহিকলস নিগম লিমিটেডের দ্বারা ডিজাইন করা হয়।

আরো পড়ুন : Hotel: আর পড়বে না পকেটে টান, ফ্রি তেই খাবার দেয় এই হোটেল, শুধু মানতে হবে এই শর্ত

অন্যদিকে ভারতীয় উপকূল বাহিনী বা ICF এর শক্তি বাড়ানোর জন্যও তিনটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। এর মধ্যে রয়েছে ডোর্নিয়ার ২২৮ এয়ারক্রাফট থেকে অত্যাধুনিক জলযান। এতে সামুদ্রিক ক্ষেত্রে খোঁজ, সুরক্ষা এবং বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে বড় সুবিধা মিলবে বলে মনে করা হচ্ছে।

Indian Army

এদিন বৈঠকে প্রস্তাবগুলি অনুমোদনের পাশাপাশি ভারতীয় উপকূল বাহিনীর ডিরেক্টর জেনারেল রাকেশ পালের দেহাবসানের জন্য শোক প্রকাশ করেন রাজনাথ সিং। গত ১৮ ই অগাস্ট চেন্নাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর