সন্তান উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসলেই বিশেষ সুবিধা পাবেন এই মা-বাবারা! দুর্দান্ত ঘোষণা সংসদের

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে চলছে মাধ্যমিক পরীক্ষা। তার কিছুদিন পরেই শুরু হবে উচ্চ মাধ্যমিক। এই আবহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় আপডেট উঠে এল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education) প্রায় বাধ্য হয়ে বিজ্ঞপ্তি বদল করল। এর আগে পরীক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সংসদ। সেই বিজ্ঞপ্তিতেই বদল ঘটানো হয়েছে।

এমন বহু পরীক্ষার্থী রয়েছেন যাদের অভিভাবক, বাবা-মা শিক্ষকতার সাথে জড়িত। ছেলে-মেয়ের পরীক্ষা চললে এই ধরনের অভিভাবকেরা সমস্যায় পড়েন। অন্যান্য অভিভাবকদের মতোই শিক্ষকতার সাথে যুক্ত অভিভাবকরাও চান এই সময়টাকে সন্তানদের পাশে থাকতে। তাই এইসব অভিভাবকেরা ছুটির আবেদন করেছিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়।  প্রথমে সংসদ অভিভাবকদের এই আবেদন মঞ্জুর করেনি।

আরোও পড়ুন : এই বয়সেও প্রেমপত্র! বিমানে উঠতেই রচনার হাতে এল চিঠি, হঠাৎ কে ‘লাভ লেটার’ দিল অভিনেত্রীকে ?

সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশের পর বহু অভিভাবক ক্ষুদ্ধ হন। উচ্চ মাধ্যমিক, সিবিএসসি, আইএসসি বা অন্য যেকোনও বোর্ডের পরীক্ষাতেই ছুটি পেয়ে থাকেন পরীক্ষার্থীর অভিভাবকেরা। সংসদের পক্ষ থেকে কিছুদিন আগে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, চিকিৎসা সংক্রান্ত জরুরি বিষয় ছাড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন  ছুটি পাবেন না শিক্ষক-শিক্ষিকারা।

Big news for higher secondary Examinee

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীববাবু এরপর জানাচ্ছেন,  ‘আমরা এই বিজ্ঞপ্তি কিছুটা পাল্টে জানাচ্ছি যে, উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে পরীক্ষার্থীর মা-বাবারা যদি শিক্ষক হন, তাহলে তাঁরা ছুটি পাবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁদের আবেদন করতে হবে। যদি মা এবং বাবা দুজনেই শিক্ষক হন, সে ক্ষেত্রে কোনও একজন এই ছুটি পাবেন। যিনি কর্মরত অবস্থায় থাকবেন, তিনি বিদ্যালয়েতে গেলেও পরীক্ষা সংক্রান্ত কোনও কাজ করতে পারবেন না। বিদ্যালয়ের অন্যান্য কাজ তাঁকে করতে হবে।’

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর