বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাস মহামারীর (Coronavirus Pandemic) কারণে ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) সুদের দরে ০.৭৫ শতাংশ ছাড়ের ঘোষণা করেছে। এই কারণে রেপো রেট (Repo Rate) ০.৭৫ শতাংশ কমে ৪.৪০ শতাংশ হয়ে গেছে। এছাড়াও রিসার্ভ রেপো রেটে ০.৯০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। এরফলে রিসার্ভ রেপো রেট কমে ৪ শতাংশ হয়ে গেছে। MPC ৪ঃ২ শতাংশ অনুপাতে রেট ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে।
দেশে COVID-19 এর কারণে লকডাউন ঘোষণা হওয়া আর সরকারের তরফ থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে বড়সড় আর্থিক প্যাকেজের ঘোষণা করার পর আরবিআই গভর্নর এই ঘোষণা করেছেন। লকডাউনের কারণে সমস্ত রকম আর্থিক গতিবিধি একবারে থেমে গেছে।
প্রায় দেড় দশক পরে সুদের হারে এত বড় ছাড় দেওয়া হয়েছে। এর আগে অক্টোবর ২০০৮ আর জানুয়ারি ২০০৯ এ আরবিআই রেপো রেটে ১ শতাংশ ছাড় দিয়েছিল। এরপর আজ ২৭ মার্চ ২০২০ তে আরবিআই সুদের হারে ০.৭৫ শতাংশ ছাড় দিয়েছে।
এছাড়াও আরবিআই বড় সিদ্ধান্ত নিয়ে সমস্ত টার্ম ঋণে ৩ মাসের জন্য স্থগিতাদেশ জারি করেছে। আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das) বলেন, ব্যাংকে জমা সমস্ত ভারতীয় টাকা সম্পূর্ণ ভাবে সুরক্ষিত আছে। উনি দেশকে আশ্বস্ত করেন যে, ভারতীয় ব্যাংকিং সিস্টেম সম্পূর্ণ ভাবে সুরক্ষিত। ব্যাংকের গ্রাহকদের চিন্তিত হওয়ার কোন কারণ নেই। উনি বলেন, সুরক্ষিত থাকুন আর ডিজিটাল যুগের দিকে এগিয়ে চলুন।