ছাগলের খৎনায় এলাহি আয়োজন নিঃসন্তান দম্পতির, পেট পুরে খেল ৩০০ মানুষ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বাংলাদেশের কুষ্টিয়ায় এক নিঃসন্তান দম্পতির কান্ড ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ছাগলের খাসি করালেন সেই দম্পতি। শুধু তাই নয়, সেই উপলক্ষে মোট ৩০০ জন অতিথিকে নিমন্ত্রণ করেছেন। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামে গত ২৪ তারিখে এই ঘটনা ঘটে। ওই দম্পতি হলেন কাশেমপুরের দিনমজুর ওয়াহাব ও লাইলী বেগম।

প্রায় ২৫ বছর হল বিয়ে হয়েছে ওয়াহাব ও লাইলী বেগমের। দু’দশকের দাম্পত্য জীবন কাটিয়েও এখনও নিঃসন্তান সেই দম্পতি। কিছুদিন আগে তাদের পোষা একটি ছাগল দুটি সন্তানের জন্ম দেয়। নিজেরা দায়িত্ব নিয়ে সেই ছাগল ছানাগুলিকে খাসি করিয়েছেন সেই দম্পতি। এই উপলক্ষে তারা রঙিন কাপড়ে সাজিয়েছেন সেই বাচ্চা দুটিকে। তারপরই প্রায় তিনশো অভ্যাগতকে নিমন্ত্রণ করে খাইয়েছেন সেই দম্পতি।

গ্রামে গঞ্জে এসব খবর বিশেষ চাপা থাকে না। এমন অদ্ভুত খবর পেয়ে ভিড় করেছিলেন প্রতিবেশী সহ আরও অনেক গ্রামবাসী। পরবর্তীতে তারা সাংবাদ মাধ্যম-কে জানান যে ২৩ তারিখ থেকে খৎনার আয়োজন শুরু হয় এবং অনুষ্ঠান চলে পরের দিন সন্ধ্যা অবধি।

এই কর্মকাণ্ডের মূল উদ্যোক্তা দিনমজুর ওয়াহাব জানিয়েছেন যে তাদের কোনও সন্তান নেই। কিন্তু বাড়িতে একটি ছাগল দুটি বাচ্চা দিয়েছে। তাদের নিজেদের আত্মতুষ্টির জন্যই এই আয়োজন করেছেন তারা। গ্রামের লোকও এই অনুষ্ঠান উপলক্ষ্যে খাওয়া দাওয়া করে সন্তুষ্ট।

Reetabrata Deb

সম্পর্কিত খবর