পুজোর শপিংয়ে বাড়তি খুশি, ফ্লিপকার্ট-আমাজনের সেলের দিনক্ষণ প্রকাশিত

Published on:

Published on:

Big Billion Day extra joy in Puja shopping flipkart amazon sale dates revealed

বাংলা হান্ট ডেস্ক: চলতি মাসে শেষের দিকে পুজো। এবার পুজো উপলক্ষে নতুন মোবাইল ফোন কিনবেন ভাবছেন? অথবা অন্য কোন ইলেকট্রনিক সরঞ্জাম কেনার ইচ্ছে রয়েছে। তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ আসন্ন। কারণ আমাজন ও ফ্লিপ কার্ডে শুরু হচ্ছে বিগ বিলিয়ন ডে (Big Billion Day)। যদিও মাঝে মধ্যে এই দুটি ই-কমার্স সংস্থা দুর্দান্ত রকমের ডিসকাউন্ট অফার দেয়। তবে এই বিগ বিলিয়ান ডে-র জন্য বহু ক্রেতা অপেক্ষায় থাকেন।

পুজোর আগে ঘোষিত গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল তারিখ (Big Billion Day)

সূত্রের খবর, সেপ্টেম্বরের ২৩ তারিখ থেকে আমাজন ও ফ্লিপকার্ট শুরু হচ্ছে এই বিগ বিলিয়ন ডে। ইতিমধ্যে ফ্লিপকার্ট তার মাইক্রোসাইট ও অ্যাপের তারিখ নিশ্চিত করেছে। প্রতিবারের মতন বাজারে ই-কমার্স সাইটে অর্থাৎ আমাজন ও ফ্লিপকার্টে সেলের প্রতিযোগিতা চলবে (Big Billion Day)।

এছাড়াও এবার এ বিগ বিলিয়ান্ট ডে তে ফ্লিপকার্ট সেলের টিজারে আইফোন ১৬ সিরিজ ও samsung galaxy S24 মত ফ্লাশশিপ ফোন গুলিতে বাম্পার ছাড়ের ইঙ্গিত দিয়েছে। তবে আমাজনের তরফ থেকে এই সেলের সম্পর্কে বিস্তারিত কোন তথ্য বা বিবরণ দেওয়া হয়নি। তবে প্রাইম মেম্বারদের জন্য সেলটি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ ২২ তারিখ থেকে।

Big Billion Day extra joy in Puja shopping flipkart amazon sale dates revealed

আরও পড়ুন: কন্ট্রোলে থাকবে ডায়াবেটিস! প্রতিদিন সকালে পান করুন এক কাপ তেজপাতার জল, মিলবে দারুণ উপকার

যদিও, ২২ তারিখ থেকে দেশে লাগু হবে জিএসটির নতুন স্ল্যাব। আর তার পরের দিন থেকেই শুরু হচ্ছে আমাজনের ফেস্টিভ্যাল সেল। এর পাশাপাশি পাশাপাশি ওয়েবসাইটে জানানো হয়েছে ‘৮ পিএমডিলস’ এর মতন দিল থাকবে। এর পাশাপাশি আমাজনে এই বিগ বিলিয়ন ডে উপলক্ষে স্মার্টফোন এক্সচেঞ্জ সহ আরও নানা ধরনের আকর্ষণীয় অফার থাকছে।

এছাড়াও এই বিগ বিলিয়ন ডে অফারে অন্যান্য বারের মতন পুজোর আগে ঘর সাজানোর সরঞ্জাম বা অন্য কিছু কেনার পরিকল্পনা থাকলে এই অফারে আপনি কিনতে পারেন।