বাংলা হান্ট নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাস বাকি। বিভিন্ন দেশের সকল ক্রীড়াবিদরাও সতর্ক করেছেন যাতে আঘাত মুক্ত থেকে বিশ্বকাপে দেশের জার্সি গায়ে মাঠে নামা যায়। সহ-অধিনায়করাই বুদ্ধিমত্তার সাথে নিজেদের গুরুত্বপূর্ণ প্লেয়ারদের ব্যবহার করছেন। কিছুদিন আগেই যেমন রোহিত শর্মা হংকংয়ের বিরুদ্ধে তুলনামূলক সহজ ম্যাচে এই মুহূর্তে ভারতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দিয়েছিলেন।
এরইমধ্যে চোট পেয়ে বসলেন ইংল্যান্ডের নির্ভরযোগ্য ব্যাটার জনি বেয়ারস্টো। বাঁ পায়ে মারাত্মক চোট পেয়েছেন তিনি। গত শুক্রবার লিডসে গলফ খেলতে গিয়ে পিছলে পড়ে এই ছোট্ট পেয়েছেন ইংরেজ ব্যাটার। তার চোখ পরীক্ষা করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে যে তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টে তো বটেই সেইসঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঠে নামতে পারবেন না।
গতকালই ঘোষিত হওয়া ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে জনি বেয়ারস্টোর নাম ছিল। আসন্ন বিশ্বকাপটি ইংল্যান্ডের চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার মাটিতে। সেখানে শুধুমাত্র খেলতে নামায় না বরং দুর্দান্ত ক্রিকেট খেলাও খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন ইংল্যান্ড ক্রিকেটপ্রেমীরা। কিন্তু তার আগেই এইরকম একজন নির্ভরযোগ্য ক্রিকেটার চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়ায় চিন্তিত বার্মি আর্মি।
A freak incident has forced Jonny Bairstow out of England’s ICC Men’s @T20WorldCup 2022 squad
Details ⬇️https://t.co/fTdYbVddVa
— ICC (@ICC) September 3, 2022
বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড যার শেষ টেস্ট ম্যাচটি আয়োজিত হবে সেপ্টেম্বরের ৮ তারিখ থেকে ওভালের মাটিতে। তারপর ও পাকিস্তানের উড়ে এসে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন জস বাটলাররা, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। সেই সিরিজে এবং বিশ্বকাপে তার বদলে হিসেবে কে আসছেন বিশ্বকাপের দলে তা এখনো নিশ্চিত করেনি ইসিবি।
এইমুহূর্তে দুজন খেলোয়াড়ের কথা সকলের মাথায় আসছে যারা জনি বেয়ারস্টোর জায়গায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে আসতে পারেন। প্রথমজন হলেন অ্যালেক্স হেলস। তাকে নিয়ে যথেষ্ট আলোচনাও হয়েছিল প্রাথমিক দল নির্বাচনের সময়, কিন্তু তাকে দলে রাখা যায়নি। অপরজন হলেন জেমস ভিন্স গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন কিন্তু খুব একটা সুযোগ পাননি পরবর্তীতে। শেষপর্যন্ত ধীরে চলো নীতিতে হয়তো অগ্রসর হয়ে শেষের দিকেই জনি বেয়ারস্টো বদলির নাম ঘোষণা করবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।