SBI-র ছুটির নিয়মে বড় বদল! এবার থেকে রবিবারের পরিবর্তে এইদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

বাংলা হান্ট ডেস্ক: ব্যাঙ্কিং সেক্টর (Banking Sector) হল এমনই একটি ক্ষেত্র যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবা প্রদান করে। গ্রামাঞ্চল হোক কিংবা শহর, ছুটির দিন ব্যতীত প্রতিটি ব্যাঙ্কেই কমবেশি কর্মব্যস্ততা পরিলক্ষিত হয়। এমতাবস্থায়, যুগের সাথে পাল্লা দিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা। এদিকে, আমরা জানি যে, ব্যাঙ্ক সাধারণত অন্যান্য ছুটির দিনগুলি ছাড়াও প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার সহ রবিবারগুলিতে বন্ধ থাকে। কিন্তু, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি বিষয় তুলে ধরবো যেটি জানার পর চমকে যাবেন সকলেই।

মূলত, এবার রবিবারের বদলে শুক্রবার বন্ধ থাকছে ব্যাঙ্ক। হ্যাঁ, প্রথমে বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু একদমই সত্যি। তবে, এখানে রয়েছে একটি বিশেষ বিষয়ও। উল্লেখ্য যে, বর্তমানে দেশের বৃহত্তম ব্যাঙ্ক হিসেবে বিবেচিত SBI এইরকমই এক সিদ্ধান্ত গ্রহণ করেছে। যেটির পেছনে রয়েছে একটি কারণও।

Big change in SBI's holiday rules

তবে, এক্ষেত্রে প্রথমেই জানিয়ে রাখতে হবে যে SBI-এর প্রত্যেকটি ব্রাঞ্চের জন্য কিন্তু এই নিয়ম কার্যকর নয়। বরং, একটি বিশেষ ব্রাঞ্চের জন্যই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এই নিয়ম শুরু করা হয়েছে। যেখানে, রবিবারে ছুটির পরিবর্তে গ্রাহকদের নিরবিচ্ছিন্নভাবে পরিষেবা প্রদানের বিষয়টি লাগু করেছে SBI। তবে, এহেন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সামনে এসেছে মিশ্র প্রতিক্রিয়াও।

আরও পড়ুন: বাদ শ্রেয়স, ঈশান! কঠোর সিদ্ধান্ত BCCI-র, কপাল খুলল পন্থের

এদিকে, এখন প্রশ্ন উঠতে পারে যে, SBI কোন ব্রাঞ্চের জন্য এই নিয়ম তৈরি করেছে? চলুন জেনে নিই সেই সম্পর্কে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) গোভান্ডি শাখায় এই নিয়ম ইতিমধ্যেই লাগু হয়েছে। যেখানে, ১ ডিসেম্বর থেকে রবিবারের পরিবর্তে শুক্রবার সাপ্তাহিক ছুটি দেওয়া হচ্ছে কর্মীদের। অর্থাৎ, শুক্রবার বন্ধ থাকছে সংশ্লিষ্ট ব্রাঞ্চটি।

আরও পড়ুন: লুকিয়ে ছিল গভীর সমুদ্রে, খুঁজে বের করলেন বিজ্ঞানীরা! উদ্ধার ২৪০ মিলিয়ন বছরের পুরনো চাইনিজ ড্রাগন

কেন করা হয়েছে ছুটির পরিবর্তন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, গোভান্ডি ও তার আশেপাশে বসবাসকারী সংখ্যালঘু জনগোষ্ঠীকে সুবিধা প্রদান এবং সঠিকভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যে SBI এই নিয়ম শুরু করেছে। এমতাবস্থায়, ব্যাঙ্কের শাখা থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে যে, ১ ডিসেম্বর থেকে SBI-এর গোভান্ডি শাখা প্রতি মাসের সমস্ত শুক্রবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর