সিরিয়ালের মাঝেই বিরাট পরিবর্তন, রাতারাতি বদলে গেল মূল নায়িকা! কী প্রভাব পড়বে দর্শকদের উপর?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : একটা গল্প চলতে চলতেই আচমকা নতুন গল্প শুরু হয়ে যাওয়া, বাংলা সিরিয়ালে (Serial) এমন খুব একটা দেখা যায় না। তবে সম্প্রতি দর্শকদের বড় চমক দিয়ে এমনই টুইস্ট এসেছে স্টার জলসার একটি সিরিয়ালে। দীর্ঘদিন ধরে সম্প্রচারিত হওয়ার পর হঠাৎ করেই বদলে গিয়েছে গল্প। এমনকি নায়িকার ক্ষেত্রেও এসেছে বড়সড় পরিবর্তন।

বড়সড় পরিবর্তন স্টার জলসার সিরিয়ালে (Serial)

বর্তমানে যখন অনেক সিরিয়াল কোনোক্রমে কয়েক মাস টানতে পারে, সেখানে জলসার এই সিরিয়াল (Serial) পার করে ফেলেছে তিন বছরেরও বেশি সময়। এর মধ্যে একাধিক বার বদল এসেছে ট্র্যাকে। গল্প এগিয়েছে চিত্রনাট্যের (Serial) প্রয়োজনে। বদলেছে অভিনেতা অভিনেত্রী। তবে এবার আমূল গল্পটাই বদলে যাওয়ায় ধন্দে পড়েছেন দর্শকরাও।

Big change in star jalsha serial

বদলেছে মূল নায়িকা: কথা হচ্ছে স্টার জলসার সবথেকে পুরনো ধারাবাহিক (Serial) ‘অনুরাগের ছোঁয়া’ নিয়ে। কিছুদিন আগেই নতুন করে ট্র্যাক বদল হয়েছে গল্পের। বিদায় নিয়েছেন নায়ক সূর্য (Serial) ওরফে দিব্যজ্যোতি দত্ত। স্বস্তিকা ঘোষ এখনও থাকলেও বদল হয়েছে তাঁর চরিত্র। নায়িকার নাতনি সুদীপার ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। বদলেছে আরও অনেক কিছু, যেমন দীপার মতো আর শ্যামলা নয়, এবার ফর্সাই রাখা হয়েছে সুদীপার চরিত্রটিকে। আর তা নিয়েই গণ্ডগোল।

আরও পড়ুন : মৃত পুত্রের সম্মানহানি, দু মাস পর নতুন করে আহমেদাবাদ দুর্ঘটনার তদন্ত শুরুর আর্জি পাইলটের বাবার

কী বললেন অভিনেত্রী: স্বস্তিকা বলেন, দর্শক এখনও দীপা আর সুদীপাকে আলাদা করতে পারছেন না। গায়ের রঙ বদলালেও দর্শকদের দেখার ক্ষেত্রে পরিবর্তন হয়নি। এখনও দীপাকেই খুঁজছেন তাঁরা। তবে স্বস্তিকা জানান, আগে পর্দায় দীপা হয়ে উঠতে ঘন্টার পর ঘন্টা মেকআপ করতে হত তাঁকে, যাতে গায়ের শ্যামলা রঙটা দীর্ঘক্ষণ থাকে। তবে এখন আর তাঁর তৈরি হতে বেশি সময় লাগে না।

আরও পড়ুন : যেমন কথা তেমন কাজ, যোগীর আশ্বাসের পরেই পুলিশের গুলিতে নিকেশ দিশার বাড়িতে হামলাকারীরা

স্বস্তিকার কথায়, তিনি ধবধবে ফর্সা কখনোই ছিলেন না। তাঁর গায়ের রঙ চাপা, তবে দীপার মতো অত শ্যামবর্ণাও তিনি নন। এখন গায়ের রঙ নিয়ে আর হ্যাপা পোহাতে না হওয়ায় খুশি স্বস্তিকা।