রেশন কার্ডের নিয়মে বড় পরিবর্তন! এবার কয়েক কোটি গ্রাহক পাবেন না খাদ্যশস্য

বাংলা হান্ট ডেস্ক: এবার রেশন কার্ডধারীদের (Ration Card Holder) জন্য একটি বড় খবর সামনে এল। এমতাবস্থায়, আপনিও যদি বিনামূল্যের রেশনের সুবিধা পান, সেক্ষেত্রে সরকার ওই নিয়মে একটি বড় পরিবর্তন করেছে। মূলত, কেন্দ্রীয় সরকারের পাশাপাশি এই রাজ্যের সরকার কার্ডধারীদের জন্য একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। যার জেরে এখন থেকে অনেকেই আগের চেয়ে কম রেশন পাবেন। এর পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে দু’টি নম্বরও প্রকাশ করা হয়েছে। এমতাবস্থায়, চলুন জেনে নিই কোন রাজ্যে এই পরিবর্তন সম্পন্ন হচ্ছে।

এখন থেকে মিলবে কম চাল: উল্লেখ্য যে, রেশন কার্ডের নিয়ম পরিবর্তন করার সময়ে সরকার বরাদ্দ চালের পরিমান কমানোর সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে এখন থেকে আগের চেয়ে ১ কেজি কম চাল পাওয়া যাবে। মূলত, তেলেঙ্গানা সরকার রাজ্যের মানুষের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট রাজ্য সরকার জানিয়েছে, এখন থেকে চাল বিতরণের পরিমান কমানো হয়েছে।

অনেক সুবিধাভোগীর নাম বাদ দেওয়া হয়েছে: এছাড়াও, হরিয়াণা সরকার রেশন কার্ডধারীদের জন্য নতুন টোল ফ্রি নম্বর জারি করেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই ওই রাজ্যে বেশকিছু জনের নাম রেশন কার্ড থেকে বাদ দেওয়া হয়। যার ফলে সমস্যায় পড়েছেন বাসিন্দারা। এমতাবস্থায়, যেসব সুবিধাভোগীর নাম ভুলভাবে বাদ দেওয়া হয়েছে তাঁদের সমস্যা দূর করতে দু’টি নম্বর জারি করা হয়েছে।

জারি করা হয়েছে এই নম্বরগুলি: প্রাপ্ত তথ্য অনুযায়ী, হরিয়াণা সরকার ১৯৬৭ এবং ১৮০০১৮০২৮৭ এই দু’টি নম্বর জারি করেছে। এমতাবস্থায়, এই নম্বরগুলিতে নিজেদের অভিযোগ নথিভুক্ত করা যাবে। পাশাপাশি, সরকারের তরফে জানানো হয়েছে, এই নম্বরগুলিতে অভিযোগ নথিভুক্ত করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

Ration Card 2

কেন্দ্রীয় সরকার খরচ করবে ২ লক্ষ কোটি টাকা: চলতি বছরে দরিদ্রদের সুবিধার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার একটি বিশেষ পদক্ষেপ নিয়েছে। খাদ্য ভর্তুকির মাধ্যমে যাতে দেশের দরিদ্র মানুষকে খাদ্য নিয়ে চিন্তা করতে না হয় সেজন্য সরকার এই বছরে অর্থাৎ ২০২৩ সালে ২ লক্ষ কোটি টাকারও বেশি ব্যয় করবে বলে জানা গিয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর