মাত্র দেড় বছরেই বিরাট পরিবর্তন টিম ইন্ডিয়ায়! ৭ জন নতুন খেলোয়াড় খেলবেন T20 বিশ্বকাপ

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: গত ২০ ডিসেম্বর অর্থাৎ, শনিবার ICC মেন্স T20 বিশ্বকাপ ২০২৬-এর জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড (Team India Squad) ঘোষণা করা হয়েছে। মুম্বাইয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা BCCI সচিব দেবজিৎ সাইকিয়া ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন। এদিকে, সাংবাদিক সম্মেলনে চিফ সিলেক্টর অজিত আগরকার এবং ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবও উপস্থিত ছিলেন। আসন্ন T20 বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে সম্পন্ন হবে।

মাত্র দেড় বছরেই বিরাট পরিবর্তন টিম ইন্ডিয়ায় (Team India Squad):

উল্লেখ্য যে, ২০২৪ সালের T20 বিশ্বকাপের তুলনায় আগামী T20 বিশ্বকাপে ভারতীয় দল অনেকটাই আলাদা দেখাবে। এই পরিবর্তন মাত্র ১৮ মাসের মধ্যে ঘটেছে। ২০২৪ সালে USA এবং ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত T20 বিশ্বকাপে ভারতের জয়ী দলের অংশ ছিলেন এমন মোট ৭ জন খেলোয়াড় আগামী বিশ্বকাপে অংশ নেবেন না।

Big changes in Team India Squad in 18 months.

রোহিত-বিরাট-জাদেজা খেলবেন না: ভারতের তারকা ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা ইতিমধ্যেই আন্তর্জাতিক T20 থেকে অবসর নিয়েছেন। তাই স্বাভাবিকভাবেই, আসন্ন T20 বিশ্বকাপে তাঁরা অংশ নিচ্ছেন না। এদিকে, ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ থেকে শুরু করে উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ, স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং ওপেনার যশস্বী জয়সওয়াল আসন্ন T20 বিশ্বকাপের জন্য দলে জায়গা পাননি।

তবে, গতবারে T20 বিশ্বকাপ খেলেছিলেন এমন ৮ জন খেলোয়াড় আগামী বিশ্বকাপের জন্য সুযোগ পেয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব, ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ, স্পিনার কুলদীপ যাদব ছাড়াও, ফাস্ট বোলার অর্শদীপ সিং, উইকেটরক্ষক সঞ্জু স্যামসন, অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে এবং অক্ষর প্যাটেলের মতো তারকারা।

আরও পড়ুন: মিস করবেন না সুযোগ! Redmi-র এই দুর্ধর্ষ স্মার্টফোনে মিলছে ১০,০০০ টাকার ছাড়, জানুন এখনই

এবারে কারা সুযোগ পেলেন: ২০২৪ সালের T20 বিশ্বকাপে ভারতীয় দলের অংশ ছিলেন না কিন্তু আসন্ন বিশ্বকাপে খেলবেন এমন ৭ জন খেলোয়াড়দের মধ্যে রয়েছেন স্পিনার বরুণ চক্রবর্তী, উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিষাণ, ওপেনার অভিষেক শর্মা, ফাস্ট বোলার হর্ষিত রানা, ফিনিশার রিঙ্কু সিং, মিডল অর্ডার ব্যাটার তিলক ভার্মা এবং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। উল্লেখ্য যে, প্রায় ২ বছর পর ঈশান ভারতীয় দলে ফিরেছেন। এদিকে, রিঙ্কু সিং-ও ফের T20-তে সুযোগ পেলেন।

বদলেছে কোচ: উল্লেখ্য যে, ২০২৪ সালের ২৯ জুন রোহিত শর্মার নেতৃত্বে ভারত T20 বিশ্বকাপ জিতেছিল। সেই সময় রাহুল দ্রাবিড় ছিলেন দলের কোচ। অপরদিকে, হার্দিক পাণ্ডিয়া সহ-অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেছিলেন। এবারে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অক্ষর প্যাটেলকে। এদিকে, এই ১৮ মাসে টিম ইন্ডিয়ার কোচিং বিভাগও বদলে গেছে। এখন দলের হেড কোচ হলেন গৌতম গম্ভীর।

আরও পড়ুন: হাতে লাল সুতো দেখেই আক্রমণ! বাংলাদেশে আরও এক হিন্দু যুবকের ওপর হামলা, ভাইরাল ভিডিও

২০২৪ সালের T20 বিশ্বকাপের ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), এবং মোহাম্মদ সিরাজ।

২০২৬ সালের T20 বিশ্বকাপের জন্য ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ, ওয়াশিংটন সুন্দর, ইশান কিষাণ (উইকেটরক্ষক), অর্শদীপ সিং, রিংকু সিং এবং হর্ষিত রানা।