CBI এর কাছে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল তার প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি (shruti modi)। শ্রুতি স্বীকার করেছেন,এসএসআরের চারপাশের সংস্কৃতির খুব একটা বড় অংশ ছিল ড্রাগস (drugs)

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে শুক্রবার তিনি বলেছেন, সুশান্তের কাছাকাছি লোকজনের সাথে ড্রাগযোগ রয়েছে। তিনি সিবিআইকে জানিয়েছেন যে তিনি কেবল একজন সহায়তাকারী ছিলেন এবং মাদকে তিনি জড়িত ছিলেন না। তিনি জানান, রিয়া চক্রবর্তী, তার ভাই সৌভিক এবং তার কর্মীরা শ্রুতিকে ড্রাগ নিতে বাধ্য করেছিল। সব মিলিয়ে ফের একবার সব অভিযোগের তীর চক্রবর্তী পরিবারের দিকেই

এদিকে, এর আগে শ্রুতি মোদির আইনজীবী অশোক সরোগি বেশ কিছু বিস্ফোরক প্রকাশ করেছিলেন। সুশান্তের মৃত্যুতে ড্রাগযোগ সম্পর্কে তিনি জানান, ইমতিয়াজ খত্রি ‘ড্রাগ সরবরাহ’ করতেন।

প্রসঙ্গত, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সুশান্ত সিং মৃত্যু রহস্যের নতুন ‘ড্রাগ অ্যাঙ্গেল’ ঘনিষ্ঠভাবে তদন্ত করছেন, তারা তাদের সদর দফতরে দু’জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।

ফৈয়াজ আহমেদকে গ্রেফতার করা হয় গোয়া থেকে এবং জায়েদ ও বসিত নামে দুজনকে গ্রেফতার করা হয় মুম্বই থেকে। এর মধ‍্যে জিজ্ঞাসাবাদে রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীর নাম নিয়েছে জায়েদ। শৌভিক মাদক সংক্রান্ত বিষয়ে নিয়মিত তার সাথে যোগাযোগ রাখত বলে দাবি করেছে সে।

মঙ্গলবার এক সংবাদ মাধ‍্যমের তরফে ফাঁস করা হয়েছে এক মাদক সরবরাহকারীর সঙ্গে শৌভিক চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ চ‍্যাট। সেখান থেকেই মিলেছে এক বিষ্ফোরক তথ‍্য। চ‍্যাটে নিজের বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীর জন‍্য মাদক চাইতে দেখা গিয়েছে শৌভিককে।

 

 

 

 

সম্পর্কিত খবর

X