টেস্ট সিরিজের আগে ক্রিকেটারদের মেনুতে হালাল মাংস, ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা

ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজের আগে নতুন বিতর্ক দানা বাঁধলো। এবার ক্রিকেটারদের জন্য বিসিসিআইয়ের নতুন মেনু নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। ক্রিকেটারদের জন্য হালাল মাংস-র বন্দোবস্ত করেছে বিসিসিআই।

২৫ তারিখ থেকে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। দুই ম্যাচের সেই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ আয়োজিত হতে চলেছে কানপুরে। তার আগে ক্রিকেটারদের মধ্যে খাদ্যতালিকা কোনওভাবে লিক হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। তার পরেই সোশ্যাল মিডিয়াতে ঝড় ওঠে বিষয়টি নিয়ে।

Indian Test Team

যদিও এর পেছনে যুক্তিও পেশ করেছে বিসিসিআই। জানানো হয়েছে যে গোটা স্কোয়াড-কে ফ্রেশ এবং স্বাস্থ্যবান রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার সাথে সাথে বিফ এবং পর্ক জাতীয় মাংস-ও নিষিদ্ধ রাখা হয়েছে। বলাই বাহুল্য সেই যুক্তি নেটিজেনদের ক্রোধের আগুন-কে শান্ত করতে পারেননি। এই ব্যাপারে নেটমাধ্যমেই প্রতিবাদ জানাতে শুরু করেছে নেটিজেন-রা। হ্যাশট্যাগ #BCCI_Promotes_Halal ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে।

অনেকেই বিসিসিআইয়ের এই সিদ্ধান্তকে ধর্মীয় ভেদাভেদের পরিপূরকও বলছেন। বিসিসিআই যে সামান্য যুক্তি দেখিয়েছে, তাতে মন ভরেনি অনেকেরই। তারা বিসিসিআইয়ের কাছে টুইট করে জানতে চেয়েছেন যে হালাল মাংস ঠিক কিভাবে ক্রিকেটারদের ফিটনেসে সাহায্য করবে। ফলে এখন হালাল মাংস অধ্যায় নিয়ে সরগরম নেটপাড়া।


Reetabrata Deb

সম্পর্কিত খবর