বাংলা হান্ট ডেস্ক: 370 ধারা বিলোপের পর থেকে জম্মু কাশ্মীর নিয়ে বিরোধীদের চিন্তা ছিলো মাথায় বাজ পরার মত। কারণ বিজেপির অভিযোগ সেই সময় বিরোধী শিবির চেয়েছিল জম্মু-কাশ্মীর এমন এক পরিস্থিতি সৃষ্টি করতে যেখানে একটা উত্তেজনার পরিবেশ সৃষ্টি করা যায়।
অন্যদিকে পাকিস্তান বিষয়টা নিয়ে জল ঘোলা করার চেষ্টা করেছিল। কেন্দ্র সরকার বারবার সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। তারা নেট বন্ধ রেখে এমনকি 144 ধারা জারি থেকে আরম্ভ করে সমস্ত রকম পদক্ষেপ নেয় যার ফলস্বরুপ জম্মু-কাশ্মীর আজ শান্ত। জম্মু ও কাশ্মীর থেকে ৭২ কোম্পানি সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
৩৭০ ধারা প্রত্যাহারের আগেই উপত্যকায় পাঠানো হয়েছিল অতিরিক্ত বাহিনী। তারপর ৩৭০ ধারা প্রত্যাহারের পর আইনশৃঙ্খলা বজায় রাখতে জম্মু ও কাশ্মীরে ফের মোতায়েন হয়েছিল অতিরিক্ত সেনাবাহিনী। এই সেনা সরিয়ে নেওয়ার কারণ হিসেবে কেন্দ্র যে ব্যাখ্যা করেছে তাতে জম্মু-কাশ্মীর এখন অনেকটাই শান্ত। এখানে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মতো এমন কিছু নেই যা ভারতের ক্ষতি করে। ভারতে সর্বধর্ম সমন্বয় দেশ আর সেখানে সংবিধান অনুযায়ী সমস্ত রাজ্য চলবে তাই নিয়ম।
৭২ কোম্পানি বাহিনীর মধ্যে ছিল ২৪ কোম্পানি আধা সামরিক বাহিনী, ১২ কোম্পানি বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ, ১২ কোম্পানি ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ বা আইটিবিপি, ১২ কোম্পানি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ ও ১২ কোম্পানি সশ্বস্ত্র সীমা বল বা এসএসবি।