বাংলা হান্ট ডেস্ক: রাহুল দ্রাবিড়ের পর ইতিমধ্যেই ভারতের হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তাঁর কোচিংয়ে প্রথম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত জয় হাসিল করেছে ভারত। ঠিক এই আবহেই পূর্বের কোচ রাহুল দ্রাবিড় এবং বর্তমান কোচ গৌতম গম্ভীরের কোচিংয়ের মধ্যে থাকা বড় পার্থক্যের বিষয়টি সামনে আনলেন দলের এক তারকা প্লেয়ার। মূলত, এই সম্পর্কে প্রতিক্রিয়া দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি তাঁর ইউটিউব চ্যানেলে এই দুই কিংবদন্তি সম্পর্কে তাঁর মতামত ব্যক্ত করেছেন। অশ্বিন জানিয়েছেন যে, গৌতম গম্ভীর রাহুল দ্রাবিড়ের চেয়ে বেশি স্বতঃস্ফূর্ত। পাশাপাশি, রাহুলের কোচিংকে তিনি “অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ” হিসেবে বিবেচিত করেন।
গম্ভীর (Gautam Gambhir) ও দ্রাবিড়ের কোচিংয়ে পার্থক্য:
জানিয়ে রাখি যে, ২০২১ সালের নভেম্বর থেকে ভারতীয় দলের কোচ ছিলেন দ্রাবিড়। চলতি বছরের জুলাই মাসে কোচ হিসেবে তাঁর মেয়াদ শেষ হয়। এদিকে, রাহুলের উপস্থিতিতেই T20 বিশ্বকাপ জিতেছে ভারত। এমতাবস্থায়, গম্ভীর (Gautam Gambhir) এবং রাহুলের মধ্যে পার্থক্য উল্লেখ করে অশ্বিন জানান যে, গম্ভীর শান্ত এবং তাঁর মনোভাব ড্রেসিংরুমে একটি প্রাণবন্ত পরিবেশ বজায় রাখতে সাহায্য করে। অশ্বিন তার ইউটিউব চ্যানেলে বলেছেন, “আমার মনে হয় তিনি (গম্ভীর) খুবই শান্ত। আমি তাঁকে ‘রিলাক্সড রাঞ্চো’ (সহজ এবং শান্ত) বলতে পছন্দ করি। তাঁর উপস্থিতিতে কোনও চাপ থাকে না।”
দ্রাবিড়কে নিয়ে কি জানিয়েছেন: অভিজ্ঞ এই স্পিনার আরও বলেন, “সকালে টিম মিটিং নিয়েও গম্ভীর খুব সহজ থাকেন। তিনি খেলোয়াড়দের জিজ্ঞাসা করেন সকালে আদৌ মিটিংয়ে আসবেন কি না, প্লিজ আসুন।” এদিকে, অশ্বিন বলেছেন যে দ্রাবিড়ের দৃষ্টিভঙ্গি গম্ভীরের চেয়ে বেশি কঠোর এবং নিয়মতান্ত্রিক ছিল। তিনি জানিয়েছেন, “রাহুল ভাই (দ্রাবিড়) জিনিসগুলি খুব সংগঠিত রাখতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন যে একটা বোতলকেও যাতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় রাখা হয়। এ ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ।”
আরও পড়ুন: ফিউচার-অপশনে বিনিয়োগেই ঘটছে সর্বনাশ! মাত্র ৩ বছরে হল ১.৮১ লক্ষ কোটির লোকসান
“তিনি সবার খেয়াল রাখেন”: অশ্বিন বলেন, তিনি গম্ভীরের (Gautam Gambhir) কাছ থেকে এমন কিছু আশা করেন না। কারণ, গম্ভীর খুব একটা কঠোর হতে পছন্দ করেন না। অশ্বিন জানান, “গম্ভীর সবার খেয়াল রাখে এবং আমি মনে করি দলের সব খেলোয়াড় তাঁকে পছন্দ করবে।” এদিকে, ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর চোট কাটিয়ে টেস্ট দলে ফিরে আসা ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্থেরও প্রশংসা করেছেন অশ্বিন। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে অনবদ্য সেঞ্চুরিও করেছেন পন্থ।
কি জানিয়েছেন অশ্বিন: ভারতের অভিজ্ঞ এই স্পিনার বলেন, পন্থের মতো তরুণ খেলোয়াড়ের জন্মই হয়েছে ক্রিকেট খেলার জন্য এবং তাঁর ক্ষমতাকে প্রায়শই খাটো করে দেখা হয়। অশ্বিন বলেন, “পন্থ খুব ভালো খেলেছে। আমি রোহিতকে এটা ১০ বার বলেছিলাম, যখন সে ব্যাটিং করছিল। পন্থ খুব ভালো খেলে। কিন্তু আমি জানি না সে কিভাবে আউট হয়।” তিনি বলেন, “পন্থ সব দিক দিয়েই ক্রিকেটের জন্য জন্মেছে এবং সে একজন শক্তিশালী ব্যক্তি।” পাশাপাশি, পন্থের বড় শট খেলার ক্ষমতা রয়েছে বলেও জানিয়েছেন অশ্বিন।