তৃণমূলের ত্রাণ বিলিকে কেন্দ্র করে সংঘর্ষ বসিরহাটে, গুলিবিদ্ধ এক যুবক

লক ডাউন পরিস্থিতিতেও অগ্নিগর্ভ বসিরহাট মহকুমার পাটকেল পাতা গ্রাম। ঘটনার কেন্দ্রবিন্দু হলো ত্রাণ বন্টন। এই এলাকায় দুষ্কৃতীরা এদিন হামলা চালিয়ে আগুন লাগিয়ে দেয়। স্থানীয় দোকান আর কয়েকটা জায়গায় তারা ভাঙচুর করেন এবং সেখানে অশান্তি করেন আগুন লাগিয়ে দেন।

গ্রামের মানুষের পাশাপাশি এক ব্যবসায়ী কে মারা হয় তাতে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এরপরে পরিস্থিতি সামাল দিতে এলাকায় আসে পুলিশ এবং কমব্যাট ফোর্স। গ্রামের মানুষদের লক্ষ্য করে এই দুষ্কৃতীরা আগুন লাগায় গুলি করে এবং পাথর ছুড়ে মারে।

   

IMG 20200503 WA0019

এরপর ওই এলাকায় অনেক সাধারণ মানুষ আহত হয়। এদিন তৃণমূল কমিটির তরফ থেকে চাল ডাল বন্টন করার কথা ছিলো। কিন্রু হঠাৎ পাশের পাড়া থেকে এক দল দুষ্কৃতী এসে চড়াও হয় আর তখন অশান্তি শুরুর হয়। এরপর তারা রেশন দোকান ভাঙচুর করে। পাশাপাশি এই দোকানে আগুন লাগানো হয়।

এই অশান্তির শিকার হন অনেক সাধারণ মানুষের তাদের মধ্যেই একজন গুলি বিদ্ধ হন। আর দশ জন এবং একজন মহিলার গুরুতর আহত হয়েছেন। তাদের এখনও হাসপাতাল ভর্তি করা হয়েছে। পাশাপাশি তাদের নিয়ে চিকিৎসা করানো হচ্ছে। এরপরে ঘটনাস্থল পৌছায় হাসনাবাদ থানার পুলিশ। তারা গিয়ে সম্পূর্ণ ঘটনা আওতায় আনে। পাশাপাশি এই এলাকার মধ্যেই যারা বসবাস করে সেখান থেকে জানা গেছে এই খারাপ ঘটনার মূলে আছে সিপিএম। এই এলাকার সিপিএম বিধায়কের ইশারায় নাকি এই ঘটনা ঘটে চলেছে। পাশাপাশি এই যে তৃণমূল খাদ্য বন্টন করছিলো এটাও নাকি তারা মেনে নিতে পারেনি বলেই এমন করেছে বলে জানা গেছে।যদিও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

সম্পর্কিত খবর